E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজট

২০১৬ সেপ্টেম্বর ০৮ ১৭:১৯:৪৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজট

স্টাফ রিপোর্টার, কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পেন্নাই থেকে কাচঁপুর সেতু এলাকা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ঘরমুখো মানুষের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বুধবার(০৭/৯/২০১৬) রাতে এই যানজট শুরু হয়।

বৃহস্পতিবার প্রায় সারাদিন এই যানজট অব্যাহত থাকে। এতে অফিসগামী, রোগীবাহী এ্যাম্বুলেন্স ও বাসযাত্রী সীমাহীন দুর্ভোগে পড়েন। ভারী ব্যাগ, মালামাল ও ছোট শিশু এবং বৃদ্ধদের নিয়ে পায়ে হেটে ৮-১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে যাত্রীদের। প্রচন্ড গরমে বহু যাত্রী অসুস্থ হয়ে পড়েন। বিদেশগামী অনেক যাত্রীদের পড়তে হয় চরম বিপাকে।

বাসযাত্রী মোশাররফ হোসেন হাজারী বলেন, গৌরীপুর বাসষ্ট্যান্ড থেকে দাউদকান্দি সেতুতে পৌঁছতে মাত্র ১০ মিনিটের রাস্তা পেরোতে ৪ঘন্টা সময় লেগেছে।

চট্টগ্রাম থেকে আসা বাসযাত্রী ফারুক আহমেদ বলেন, দাউদকান্দিতে একইস্থানে একটানা আড়াই ঘন্টা বসে আছি, জানি না কখন ঢাকায় পৌঁছবো।

এদিকে গরু বোঝাই ট্রাক নিয়ে ব্যবসায়ীদের চরম হিমশিম খেতে হচ্ছে। নির্ধারিত সময়ে বাজারে পৌছাতে পারছে না।

গরু ব্যবসায়ী মোঃ আমির হোসেন জানান, কাচঁপুর থেকে শহীদনগর পৌছতে সময় লেগেছে ৬ ঘন্টা। অথচ ভোরে আমাকে গরু নিয়ে নোয়াখালী থাকার কথা ছিল। সঠিক সময়ে হাটে পৌছতে না পারলে অর্থিক ক্ষতি হয়ে যাবে।

আরেক গরু ব্যবসায়ী মোঃ মনির হোসেন বলেন, দীর্ঘ এ যানজটে ট্্রাকে গরু রাখতে খুব সমস্যা হচ্ছে। গরু খাবার ও পানির সংকটে অসুস্থ হয়ে পড়ছে। চুল পরিমানও গাড়ি নড়েচড়ে না। সঠিক সময়ে গন্তব্যস্থানে পৌছতে না পাড়লে অনেক টাকার লোকসান গুনতে হবে।

এদিকে বুধবার রাত থেকেই যানজট নিরসনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দরা কাজ করে যাচ্ছে। মহাসড়কের গৌরীপুর, বারপাড়া, শহীদনগর, হাসানপুর, বিশ্বরোড, বলদাখাল, টোলপ্লাজা ও দাউদকান্দি সেতুতে দাউদকান্দি হাইওয়ে ও দাউদকান্দি মডেল থানার বিপুল সংখ্যক পুলিশ যানজট নিরসনে কাজ করছে। এসময় হাইওয়ে ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদেরও দেখা যায়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানান. মাত্রাতিরিক্ত যানবাহনের চাপে যানজট সৃষ্টি হয়েছে । তাছাড়া দাউদকান্দি ও মেঘনা সেতুতে পণ্যবাহী যানবাহন গুলো সেতুর উপর উঠতে এবং পারাপারে সময় লাগার ফলে যানজট দীর্ঘায়িত হচ্ছে।

(এইচকেজে/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test