E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে বনদস্যুদের হাতে ১১ জেলে অপহৃত

২০১৬ সেপ্টেম্বর ০৯ ১৪:৪৪:৪৩
সুন্দরবনে বনদস্যুদের হাতে ১১ জেলে অপহৃত

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে বনদস্যু সাগর বাহিনী হাতে জনপ্রতি ১ লাখ টাকা করে মুক্তিপণের দাবিতে অপহৃত ১১ জেলেকে আহরন করেছে। শুক্রবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকায় মাছ শিকার কালে জেলে বহরে বনদস্যু সাগর বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা চালায়ে এসব জেলেদের আপহরন করে।

অপহরনের খবর পাবার সাথে-সাথেই জেলেদের উদ্ধারে একযোগে অভিযান শুরু করেছে সুন্দরবনে কোস্টগার্ড পশ্চিম জোনের বিভিন্ন ইউনিটের সদসরা। কোস্টগার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করেছে।

মংলা কাস্টগার্ড পশ্চিম জোনের আপারেশন অফিসার লে. এম ফরিদুজ্জামান জানান, শুক্রবার সকালে একটি জেলে বহর বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকায় মাছ শিকার কালে বনদস্যু সাগর বাহিনীর সদস্যরা জেলেদের উপর অতর্কিত হামলা চালায়ে ১১টি ট্রলার থেকে হতে একজন করে জেলেকে জনপ্রতি ১ লাখ টাকা করে মুক্তিপণের দাবীতে অপহরন করে।

এসময়ে বনদস্যুরা এসব ট্রলার থেকে বিপুল পরিমাণ ইলিশ মাছও লুটে নেয়। বনদস্যুদের হাতে জেলে আপহরনের খবর পাবার সাথে-সাথেই জেলেদের উদ্ধারে একযোগে অভিযান শুরু করে সুন্দরবনে কোস্টগার্ড পশ্চিম জোনের বিভিন্ন ইউনিটের সদসরা। বনদস্যুদের হাতে অপহৃত এসব জেলেদের বাড়ী বাগেরহাটের চিলা, উলুবুনিয়া ও রামপাল এলাকায়।

(একে/এএস/সেপ্টেম্বর ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test