E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে ২৬ কোটি টাকার বাজেট ঘোষণা

২০১৪ জুন ১১ ১৭:২৫:২৯
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে ২৬ কোটি টাকার বাজেট ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ  আগামি ২০১৪ - ২০১৫ অর্থ বছরে ২৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে । বুধবার সকালে সদর উপজেলা পরিষদ  মিলনায়তনে আয়োজিত এক বাজেট ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তৃতা করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি , উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক।
এতে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, ত্রাণ, সুপেয় পানি, জলাবদ্ধতা রোধ, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ সংস্কার ও বৃক্ষরোপনসহ বিভিন্ন খাতে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে ।
অপরদিকে আয় ধরা হয়েছে হাট বাজার, ভূমি হস্তান্তর, ভূমি উন্নয়ন কর, লাইসেন্স পারমিট ও ব্যাংক ভাড়াসহ অন্যান্য খাতে ।
এ সময় অভ্যন্তরীন সংগ্রহের ওপর গুরুত্ব আরোপ করে বলা হয় পরিকল্পিত উন্নয়নে বাজেট ঘোষণা জরুরি । তারা যথা সময়ে কর ও অন্যান্য পাওনাদি পরিশোধ করারও আহবান জানান ।

(আরকে/এএস/জুন ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test