E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে কালবৈশাখী ঝড়ে স্কুল ছাত্রীসহ ২ জন নিহত

২০১৪ জুন ১১ ১৭:৫১:৪৯
ফরিদপুরে কালবৈশাখী ঝড়ে স্কুল ছাত্রীসহ ২ জন নিহত

ফরিদপুর প্রতিনিধি : জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের উপর দিয়ে বুধবার  দুপুরে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে স্কুল ছাত্রীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২ জন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে বারোটার দিকে বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের বেড়াদি ও ছেড়াপুর গ্রামের উপর দিয়ে কয়েক মিনিট ব্যাপী কাল বৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের সময় বেড়াদি গ্রামের স্কুল ছাত্রী প্রিয়া (১৩) গাছের নীচে চাপা পড়ে মারা যায়। সে স্থানীয় সাতৈর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। তার পিতার নাম মোহন প্রমানিক। অপরদিকে, একই সময়ে ঘরের নীচে চাপা পড়ে ছেড়াপুর গ্রামের বাবুল শেখ (৪০) মারা যায়। প্রচন্ড ঝড়ের কবলে পড়ে সাতৈর ইউনিয়নের বেড়াদি ও ছেড়াপুর গ্রামের তিনশতাধিক কাঁচা, আধপাকা ঘর-বাড়ী সম্পূর্নরুপে বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে কয়েক হাজার বিভিন্ন প্রজাতির গাছপালা। সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলাম দু জন নিহত হবার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্কুল ছাত্রীসহ দুজন নিহত হয়েছে। কয়েক শ ঘর-বাড়ির ক্ষতি হয়েছে। ইউনিয়ন পরিষদের তরফ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে সাহায্যে দেয়া হবে। এদিকে, ঝড়ের কবলে পড়ে নিহত দু পরিবারের মাঝে বোয়ালমারী উপজেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সাহায্য প্রদান করেছে। ঝড়ে কবলে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়া দুটি গ্রামে ছুটে যান বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় পরিষদ চেয়ারম্যানসহ প্রশাসনের কর্মকর্তারা।
(আরইআর/এএস/জুন ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test