E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে ২১ মাসের শিশুকে ধর্ষণ!

২০১৬ সেপ্টেম্বর ২০ ১৮:১৭:৩১
শরীয়তপুরে ২১ মাসের শিশুকে ধর্ষণ!

শরীয়তপুর প্রতিনিধি : এবার শরীয়তপুরের নড়িয়ায় মাত্র ২১ মাস বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে সুরেশ্বর সবুজবাগ গ্রামের  জাকারিয়া বেপারী (১৬) শিশুটিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে শিশুটির মা। অসুস্থ অবস্থায় সোমবার বিকালে শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি মীমাংসা করার কথা বলে ধর্ষিতা শিশুর পরিবারের সদস্যদের থানায় মামলা করতে বারন করে স্থানীয় প্রভাবশালীরা। পরে গণমাধ্যম কর্মীদের হস্তক্ষেপে মঙ্গলবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে নড়িয়া থানায় একটি মামলা দায়েরে করেন ।

ঘটনার শিকার ওই শিশু মেয়েটির পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া উপজেলার সুরেশ্বর সবুজবাগ গ্রামে ২১ মাস বয়সী মেয়েকে ঘরে রেখে শিশুটির মা বাহিরে কাজ করছিলেন। শিশুটি ঘরের মধ্যে একা খেলাধুলা করছিল। এই ফাকে প্রতিবেশী আজিজুল বেপারীর ছেলে জাকারিয়া বেপারী (১৬) দুপুর ২টার দিকে ওই বাড়িতে গিয়ে ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দেয়। একটু পরে শিশুটির চিৎকার শুনতে পেয়ে শিশুটির মা ঘরের দিকে ছুটে গেলে দরজা খুলে জাকারিয়া পালিয়ে যায়। শিশুটির মা শিশুটিকে কোলে নিতেই রক্তে শরীর ভিজে যায়। রক্তাত অবস্থায় শিশুটিকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যেতে পারেনি শিশুটির পরিবার। সোমবার বিকেল ৪টার দিকে শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে তার মা। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ভর্তি করে দেয়। মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন শরীয়তপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনার শিকার ওই শিশুটির মা বলেন, আজিজুল বেপারীর ছেলে জাকারিয়া বেপারী রবিবার দুপুরে আমার ঘরে ঢুকলে প্রথমে আমি তাকে ঘর থেকে বের করে দেই। এরপর আমি সাংসারিক কাজে ঘরের বাইরে যাই। এই ফাঁকে আবার সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে আমার মেয়েকে ধর্ষণ করে। চিৎকার শুনে ঘরের দিকে আসতেই দরজা খুলে জাকারিয়া পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় সেলিম ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে বলেন। আমাদের আর্থিক অবস্থা ভাল না থাকায় সোমবার বিকেলে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আমার মেয়েকে ভর্তি করি। এখন ঢাকায় নিয়ে যাচ্ছি। আমার দুধের শিশুকে যে পাষন্ড এত বড় ক্ষতি করলো আমি তার উপযুক্ত শাস্তি দাবি করছি।

শিশুটির পিতা বলেন, স্থানীয় প্রভাবশালী মাতব্বর সৈয়দ পাইক, সামছুদ্দিন দেওয়ান ও ইউপি মেম্বার রাজা মিয়া বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য আমাকে চাপ দেয়। তারা আমাকে মামলা না করার জন্য বললে দুই দিনেও থানায় গিয়ে মামলা করতে সাহস পাইনি আমি। মঙ্গলবার আমি মামলা করেছি। আমার মেয়ের যাতে সুচিকিৎসা হয় সে জন্য আমি সবার কাছে সাহায্য কামনা করছি। আমি জাকারিয়ার দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত জাকারিয়ার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে ধর্ষক জাকারিয়া ও তার মা বাবা পলাতক রয়েছে বলে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার রাজা মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি মামলা করতে বাধা দেয়ার বিষয়টি এড়িয়ে যান। এই প্রতিবেদককে তিনি বলেন, আমরা ধর্ষিতা শিশুর বাবাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েিেছ।

শরীয়তপুরের সিভিল সার্জন মো. মশিউর রহমান বলেন, ধর্ষিতা শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তির পরে তাকে প্রাথমিক পরীক্ষার পরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আরো অধিকতর পরীক্ষা নিরীক্ষা করার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া বলেন, মাত্র ২১ মাস বয়সের একজন শিশু ধর্ষণের শিকার হওয়ায় মঙ্গলবার দুপুরের পর নড়িয়া থানায় শিশুটির বাবা সাদেক আলী বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনের ৯/১ ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। একজন সাব ইন্সপেক্টরকে মামলাটির তদন্ত ভার দেয়া হয়েছে। আসামী পলাতক থাকায় তাকে এখনো আটক করা যায়নি। পুলিশ ওই ধর্ষক জাকারিয়া বেপারীকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

(কেএনআই/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test