E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে শিক্ষকদের নিজ উদ্যোগে কর্মশালা

২০১৬ সেপ্টেম্বর ২২ ১৭:০২:০৮
ঈশ্বরদীতে শিক্ষকদের নিজ উদ্যোগে কর্মশালা

পাবনা প্রতিনিধি : মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে ঈশ্বরদীতে প্রাথমিক শিক্ষকরা স্ব-উদ্যোগে বৃহস্পতিবার  এক কর্মশালার আয়োজন করেন।

মানিকনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকেল তিনটায় আয়োজিত ব্যতিক্রমি এই কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল ইসলাম। এসময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা।

বিশেষ অতিথি ছিলেন, ইন্সট্রাকটর আনারুল ইসলাম, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, ফারহানা খান, গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু, প্রমূখ। কর্মশালার সঞ্চালক হেলাল উদ্দিন জানান, সরকারি অনুদান ছাড়াই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা’র প্রণোদনায় ঈশ্বরদীর সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক ব্যক্তিগত খরচে উদ্যোগ গ্রহণ করে এই কর্মশালার আয়োজন করেছে।

এর আগেও উপজেলার আরও তিনটি ক্লাষ্টারে অর্থাৎ ছয়টি ইউনিয়নের প্রধান শিক্ষকদের নিয়ে আরও ৪টি এই ধরণের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মকান্ডে শিক।সকদের মধ্যে বিপুল উদ্দিপনার সৃষ্টি হওয়ায় ঈশ্বরদীতে শিক্ষার মান উন্নয়ন হবে বলে তিনি জনিয়েছেন। বৃহস্পতিবারের এই কর্মশালায় প্রায় পাঁচ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

(এসকেকে/এএস/সেপ্টেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test