E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীবরদীতে বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা

২০১৬ সেপ্টেম্বর ২২ ১৭:৫২:৩৭
শ্রীবরদীতে বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলায় বাল্যবিয়ের শতকরা হার ৮২ ভাগ। বাল্যবিয়ের কারণে নারী শিক্ষা বাঁধাগ্রস্ত হয়, বাড়ে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুহার। এজন্য ‘শিশু সুরক্ষায় আমরা সকলে’ শ্লোগানে শেরপুরের শ্রীবরদীতে বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা ও মতবিনিময় সভা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন শ্রীবরদী এডিপি’র সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁন। অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ, সঠিক জন্মনিবন্ধন ব্যবস্থাপনা, স্থানীয় সরকার পরিকল্পনা ও বাস্তবায়নে শিশু-যুবকদের অংশগ্রহণ নিয়ে অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি সংসদ সদস্য ফজলুল হক চাঁন এক প্রশ্নের জবাবে বলেন, দারিদ্র বাল্যবিয়ের কারণ হলেও এটা অন্যতম কারণ নয়। এজন্য প্রয়োজন সচেতনতা বৃদ্ধি করা। সামাজিক আন্দোলন গড়ে তোলা। জন্মনিবন্ধন সঠিকভাবে হলে, কাজীরা ঠিকমতো বয়স দেখে বিয়ে রেজিস্ট্রি করলে সর্বোপরি ইউপি-চেয়ারম্যান মেম্বাররা বাল্যবিয়ে বন্ধে কঠোর হলে বাল্যবিয়ে প্রতিরোধ করা কোন বিষয় নয়। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতি ইউএনও খালেদা নাছরিন তার বক্তব্যে বলেল, আমরা শ্রীবরদীতে বাল্যবিয়ে প্রতিরোধে সকল ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সকল কাজীকে নিয়ে বাল্যবিয়ে বন্ধে শপথ করিয়েছি।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা সভা করছি, আমাদের সাথে যোগাযোগের ফোন নম্বর দিচ্ছি যাতে বাল্যবিয়ের সংবাদ সবাই সহজে দিতে পারে। মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এতে বাল্যবিয়ের প্রবণতা কিছুটা কমে আসছে, তবে একেবারে বন্ধ করা সম্ভব হয়নি। এজন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। কুড়িকাহনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. হামিদুল্লাহ তালুকদার বাল্যবিয়ে বন্ধে ইউপি চেয়ারম্যানদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি জানান।

অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলাকে বাল্যবিয়েমুক্ত করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সহ দায়িত্বশীল ব্যাক্তিবর্গ একমত পোষণ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান। চাইল্ড ফোরামের সভাপতি তনুশ্রী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে শ্রীবরদী থানার ওসি এস আলম, ওয়ার্ল্ডভিশন ময়মনসিংহ অঞ্চলের, ফিল্ড ডিরেক্টর সুনীর মারান্ডি, ইউপি চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ মতবিনিময় সভায় চাইল্ড ফোরামের ৩০ জন শিশু ছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক-অভিভাবক, কাজী, এনজিও প্রতিনিধিসহ দেড় শতাধিক সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

(এইচবি/এএস/সেপ্টেম্বর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test