E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বিএনপিকে সংগঠিত হওয়ার পরামর্শ পানিসম্পদমন্ত্রীর

২০১৪ জুন ১১ ১৯:২৮:৫৪
বিএনপিকে সংগঠিত হওয়ার পরামর্শ পানিসম্পদমন্ত্রীর

জামালপুর প্রতিনিধি : পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আন্দোলনের চিন্তা বাদ দিয়ে বিএনপিকে সংগঠিত হবার পরামর্শ দিয়েছেন।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে আপনারা যা করেছেন সেটা আন্দোলন নয়-সহিংসতা। সহিংসতার কারণে আপনারা সেই আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেননি বলেই ওই আন্দোলন ব্যর্থ হয়েছে।

বুধবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যৌথ আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, আপনারা নির্বাচনে না এসে ভুল করেছেন। আপনাদের ভুলের খেসারত জনগণ দিতে পারে না। তাই নিজেদের সংগঠিত করে আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করুন। সংবিধান নির্ধারিত সময়েই নির্বাচন হবে।

পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম খান বীরপ্রতীক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, মামুনুর রশীদ জোয়ার্দ্দার এমপি, মেহজাবিন মোশারফ এমপি, সাবেক এমপি ডা. মুরাদ হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সরিষাবাড়ীর যমুনার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।

(ওএস/এস/জুন ১১, ১০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test