E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ

২০১৬ সেপ্টেম্বর ২৩ ১৬:৩৩:৩৫
বান্দরবানে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ

বান্দরবান প্রতিনিধি : জেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে বান্দরবানে অ-স্বচ্ছল ব্যক্তিদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক প্রাপ্ত অনুদানের চেক জেলা পরিষদ এর সভাকক্ষে বিতরণ করা হয়।

উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা । এতে অন্যান্যের মধ্যে সহকারী পুলিশ সুপার অরিন্দম চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডা: অংশৈপ্রু মার্মা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, জেলা প্রশাসক এর প্রতিনিধি আব্দুল মামুনসহ সরকারী-বেসরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কিরণ শংকর বিশ্বাস।

সভায় প্রধান অতিথি বলেন, দেশের অধিকাংশ মানুষ সরকারী নানা অনুদানের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। কখন অনুদান পাবে সে দিকে না তাকিয়ে নিজেদের সামর্থ অনুযায়ী কাজ করতে পারলে আত্মতৃপ্তি পাওয়া যায়। তারপরও যাদের কাছ থেকে আবেদন পাওয়া গেছে তাদের যাচাই বাছাই করে অনুদান দেয়া হয়েছে। এই অনুদানের টাকা যেখানে সেখানে খরচ না করে যে খাতে দেয়া হয়েছে সে খাতে ব্যয় করা উত্তম। তিনি প্রদত্ত অনুদানের টাকা যথাযথভাবে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান এবং বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থাদের ইনকাম জেনারেটিং’র উপর জোর দেওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।

পরে প্রধান অতিথি ক্য শৈ হ্লা বান্দরবান জেলা রোগী কল্যাণ সমিতি, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও অ-স্বচ্ছল ব্যক্তিদের মাঝে এককালীন অনুদানের চেক তুলে দেন।

(এসপি/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test