E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

২০১৬ সেপ্টেম্বর ২৬ ১৭:৩৩:১১
পলাশবাড়ীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতিমা তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। বাঁশ-খড়কুটার উপর মাটির প্রলেপ দেয়ার কাজ নিপুণ হাতে প্রতিমা শিল্পীরা অবিরাম করে যাচ্ছেন। এর পরপরই শুরু হবে রঙতুলির কাজ। শিল্পীর তুলির রঙয়ের আঁচড়ে মূর্ত হয়ে উঠবে দেবীর রূপ।

উপজেলা সদরের গৃধারীপুর সর্বাজনীন পূজা মন্দিরে গিয়ে প্রতিমা শিল্পী প্রদীপ মালাকার, খোকন মালাকার ও বীরেন মালাকারের সাথে কথা জানা যায়, এই মন্দির প্রাঙ্গণে তিনটি পূজা মন্ডপের প্রতিমা তৈরির কাজ চলছে। প্রায় একমাস যাবৎ এখানে তারা প্রতিমা তৈরীর কাজ করছেন। মাটির প্রলেপের কাজ প্রায় শেষ। দুই-তিন দিনের মধ্যে শুরু হবে রঙতুলির কাজ। তারা এ পেশায় প্রায় ১৮ বৎসর যাবৎ কাজ করছেন। এর আগে তাদের বাপ-চাচারা কাজ করতেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি দিলীপ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক নির্মল মিত্র জানান, উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৬৪টি পূজা মন্ডপে শিল্পীর আঁচড়ে গড়ে তোলা হচ্ছে দশভুজা দেবীদূর্গাসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজার আয়োজনকে ঘিরে গোটা উপজেলায় চলছে উৎসবের আমেজ।

(এসআইআর/এএস/সেপ্টেম্বর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test