E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেনীর স্থগিত হওয়া ১২ ইউপি নির্বাচন ৩১ অক্টোবর

২০১৬ সেপ্টেম্বর ২৬ ১৮:৪৯:১২
ফেনীর স্থগিত হওয়া ১২ ইউপি নির্বাচন ৩১ অক্টোবর

ফেনী প্রতিনিধি : ফেনীর ১২ ইউপিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর। ইউনিয়নগুলো হলো ফেনী সদর উপজেলার বালিগাঁও এবং ধর্মপুর। ফুলগাজী উপজেলার ফুলগাজী সদর ইউনিয়ন, মুন্সীরহাট, দরবারপুর, আনন্দপুর, জিএমহাট ও আমজাদহাট ইউনিয়ন।

পরশুরাম উপজেলার মীর্জানগর,চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়ন এবং ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের স্থগিত ১ টি ভোট কেন্দ্রে মেম্বার পদে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

তন্মধ্যে বালিগাঁও, ধর্মপুর ও পাঠাননগরে প্রার্থীদের পুনরায় মনোনয়নপত্র দাখিল করতে হবেনা।

ফুলগাজী ও পরশুরামের যে ৯টি ইউপিতে পুনঃভোট হবে সেগুলোতে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর। যাচাই-বাছাই ৭ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৪ অক্টোবর।

ইসির উপ- সচিব ফরহাদ আহম্মদ খাঁন থেকে এই তথ্য জানা গেছে। সোমবার বিকালে বা মঙ্গলবার স্থগিত এসব ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

(এসএমআই/এএস/সেপ্টেম্বর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test