E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীর স্বামীর নামে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ’র স্থান পরিদর্শন

২০১৬ সেপ্টেম্বর ২৮ ১৮:৫০:৫৮
প্রধানমন্ত্রীর স্বামীর নামে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ’র স্থান পরিদর্শন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার নামে পীরগঞ্জে একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা হতে যাচ্ছে। এ জন্য বুধবার মন্ত্রণালয় ও বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ ২টি টীম কলেজের স্থান নির্ধারন ও পরিদর্শন করেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ী এবং তার নির্বাচনী আসন রংপুর-৬, পীরগঞ্জে একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবী করে আসছিল। একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সজীব ওয়াজেদ জয় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ১ বছর আগে একটি বিশাল জনসভায় টেক্সটাইল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। সেই প্রেক্ষিতে পীরগঞ্জে কলেজটি প্রতিষ্ঠার জন্য স্থান নির্ধারণ ও পরিদর্শন করতে পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব প্রকল্প পরিচালক কাজী মনোয়ার হোসেনসহ আরও ২জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদরের প্রকৌশল বিভাগের ৫ জন উচ্চ পদস্থ কর্মকর্তা উপজেলার টুকুরিয়া ইউনিয়নের দুধিয়াবাড়ী গ্রামে যায়। সেখানে করতোয়া নদীর কাঁচদহ নামকস্থানে নির্মিত ‘ওয়াজেদ মিয়া সেতু’র পাশেই ‘ড. এমএ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ’ এর স্থান নির্ধারন করা হয়। এ সময় পীরগঞ্জের এ্যাসিল্যান্ড মোঃ মিজানুর রহমান, টুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান তাদের সাথে ছিলেন।

এ ব্যাপারে প্রকল্প পরিচালক কাজী মনোয়ার হোসেন বলেন- প্রায় ১০৭ কোটি টাকা ব্যয়ে পীরগঞ্জের দুধিয়াবাড়ী মৌজায় ৫ একর জমির উপর ‘ড. এমএ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ’ প্রতিষ্ঠা করা হবে। এ জন্য ২টি টীম স্থান পরিদর্শন করেছে। তিনি আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনীর পুর্ত বিভাগ কলেজটির নির্মান কাজ করবে।

(জিকেবি/এএস/সেপ্টেম্বর ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test