E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মামলা

২০১৬ সেপ্টেম্বর ৩০ ১৭:২৬:২৪
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হেয় করায় ঠাকুরগাঁওয়ে মামলা দায়ের করেছেন এক আইনজীবী।

বৃহস্পতিবার দুপুরে সদর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধনী ২০১৩) আইনের ৫৭ ধারায় এ মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরকারি এ্যাড. ইন্দ্র নাথ রায় জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহাম্মেদের পুত্র চৌধুরী ইরাদ আহম্মেদ সদ্দিকী গত ২৫ সেপ্টেম্বর তার ফেসবুক ষ্ট্যাটাসে প্রধান মন্ত্রীকে হত্যার হুমকি ও জাতির জনককে বিভিন্ন ভাবে হেয় করেছেন। এটি সাইবার ক্রাইম এর দন্ডণীয় অপরাধ। এমন অপরাধীদের বিরুদ্ধে আইনগত শাস্তিমুলক ব্যাবস্থা গ্রহন না করা হলে দেশে এমন অপরাধির সংখ্যা বৃদ্ধি পাবে। তাই তিনি স্বউদ্বোগে এই মামলা করেছেন।

ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশী বলেন এসব অপরাধিদের সাথে রাষ্ট্রের বাইরের কোন অপশক্তির মদদ রয়েছে। তাই খুব দ্রুত এই অপরাধিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত।

ঠাকুরগাঁও-১ আসনের এমপি ও পানিসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন বলেন এসব বিষয়কে প্রশয় দেয়া যাবেনা। দেশের প্রধান মন্ত্রীকে যদি এসব অপরাধিরা প্রাণনাশের হুমকি দিতে পারে তাহলে সাধারণ জনগণ তাদের কাছে কিছুই না। খুব কঠোর ভাবে রাষ্ট্র তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যাবস্থা গ্রহণ করবে এটাই প্রত্যাশা করি।

(এফআইআর/এএস/সেপ্টেম্বর ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test