E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভুয়া সনদপত্রসহ আটক ৩

২০১৪ জুন ১২ ০৮:০৬:০৫
কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভুয়া সনদপত্রসহ আটক ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল দলিল, স্ট্যাম্প ও এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদপত্রসহ তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ অভিযান চলে। আটককৃতদেরকে তিনমাসের সাজা দিয়ে নিয়মিত মামলা করার জন্য পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলো মিঠামইন উপজেলার ইলিয়াছ, সদর উপজেলার বিন্নাটি এলাকার সরানুন কান্তি রায় ও সুলতানপুর গ্রামের রাজিয়া খাতুন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ জানান, তারা প্রায় ১০ বছর ধরে কালীবাড়ি মার্কেটের একটি কক্ষ ভাড়া নিয়ে জাল দলিলসহ বিভিন্ন অসাধু ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের কাছ থেকে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের নকল সীলও উদ্ধার করা হয়। পরে কক্ষটি সীলগালা করে দেওয়া হয়।

(পিকেএস/জেএ/জুন ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test