E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দাউদকান্দি প্রেসক্লাবের সেক্রেটারী জাকির হোসেন হাজারীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

২০১৬ অক্টোবর ০৩ ১৮:৩৩:৩৩
দাউদকান্দি প্রেসক্লাবের সেক্রেটারী জাকির হোসেন হাজারীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লা উত্তর প্রতিনিধি : দাউদকান্দি প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি জাকির হোসেন হাজারীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি প্রেসক্লাব এর সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, রবিবার রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে সংবাদ প্রেরণ করার সময় গৌরীপুরের মাদক সম্রাট মহিউদ্দিন ৩/৪জনের একটি দল দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারীর ওপর অতর্কিত হামলায় চালিয়ে তথ্যসেবা কেন্দ্রের চেয়ার টেবিল ও কম্পিউটার ভাংচুর করা হয়েছে এবং একটি ক্যানন ক্যামেরা নিয়ে যায়।

এ সময় তথ্যসেবা কেন্দ্রের মালিক রুবেল ও দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন তাকে বাঁচাতে গেলে তারাও আহত হয়। আহত সাংবাদিক জাকির হোসেন হাজারীকে রাতেই গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার প্রতিবাদে দাউদকান্দিতে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ সন্ত্রাসী ও তার সহযোগিদের গ্রেফতারের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন।

এসময় দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রথম আলোর আবদুর ঢালী, কালের কন্ঠে ওমর ফারুক মিয়াজী, নয়া দিগন্তের মোঃ হানিফ খান, জনকন্ঠের শামীম রায়হান, আমাদের সময় মোঃ আলী শাহিন, কলামিষ্ট আলী আশরাফ খান, মোহনা টিভির সৈয়দ শরীফুল আহম্মেদ, মাই টিভির মোঃ জিল্লুর, মানব কন্ঠের শহীদ উল্লাহ সাদা, বাংলাদেশ সময় আবদুস সালাম, আমাদের অর্থনীতি মোশায়ারা জলি, কুমিল্লার কাগজের আলমগীর হোসেন আমাদের কুমিল্লার ইব্রাহিম খলিল প্রমুখ।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আহসান হাবিব, সাধ্রাণ সম্পাদক আবদুস ছালাম, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম সরকার, উপজেলা যুবলীগ আহবায়ক মহিউদ্দিন শিকদার এ হামলার তীব্র নিন্দা ও আসামীকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সালাম মিয়া বলেন, সাংবাদিককের ওপর হামলায় একটি মামলা নেওয়া হয়েছে। আসামীদের ধরার জন্য পুলিশি অভিজান অব্যাহত রয়েছে।

(ওএফএম/এএস/অক্টোবর ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test