E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বদরুলকে শাবি থেকে সাময়িক বহিষ্কার

২০১৬ অক্টোবর ০৪ ১৮:৪৯:৫০
বদরুলকে শাবি থেকে সাময়িক বহিষ্কার

শাবি প্রতিনিধি : সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে (২৩) কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বদরুল আলমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বদরুল আলম অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার বিকেলে তাকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি এই ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে।

উপাচার্য আমিনুল হক ভূইয়া জানান, ঘটনা তদন্ত করতে ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ তালুকদারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শাহপরান হলের দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট শাহেদুল হোসাইন ও অর্থনীতি বিভাগের শিক্ষক মুন্সী নাসের ইবনে আফজাল।

উল্লেখ্য, গতকাল সোমবার সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় তার ওপর চাপাতি নিয়ে হামলা চালান বদরুল আলম। খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক দফা অস্ত্রোপচার শেষে গত রাতে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

(ওএস/এএস/অক্টোবর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test