E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

২০১৬ অক্টোবর ০৫ ১৬:৩৯:১৮
সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেট প্রতিনিধি : সিলেট এমসি কলেজে প্রকাশ্যে কুপিয়ে খাদিজা হত্যাচেষ্টার প্রতিবাদে এবং আটক বদরুল আলমের শাস্তির দাবিতে নগরীতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল করে খাদিজার শিক্ষাপ্রতিষ্ঠান সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা

বুধবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাস থেকে বিভিন্ন প্লাকার্ড নিয়ে নগরীর
চৌহাট্টা, রিকাভীবাজার, জিন্দাবাজার ঘুরে আবার ক্যাম্পাসের সামনে এসে রাস্তা অবরোধ করে তারা।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে জেলা প্রশাসক বরার স্মারকলিপি দেয়ার কর্মসূচীর কথা জানায়।

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ও এই আন্দোলনের আহবায়ক ফজিলাতুন্নেসা বলেন, আমরা নিরাপত্তাহীনতায় বোধ করছি। আমাদের মা বাবা আমাদেরকে স্কুল কলেজে পাঠান আসলেই কি সেখানে আমরা নিরাপদ? কোপানোর সংস্কৃতি আজ কলেজে ডুকে গেছে। আর কত খাদিজা মরলে আমরা নিরাপত্তা পাব।

আগামীকাল বৃহস্পতিবার সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য তিনি আহবান জানান।

সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, প্রকাশ্যে দিবালোকে একটা ক্যাম্পাসে এই ধরনের হামলা বর্বরতম। দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা।

সোমবার বিকেলে খাদিজা আক্তার নার্গিস নামের এক কলেজছাত্রীকে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে জখম করে শাবিপ্রবির ছাত্র বদরুল আলম। গুরুতর আহত খাদিজাকে গুরুতর অবস্থায় সোমবার মধ্যরাতে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হামলাকারী বদরুলকে আসামী করে শাহপরান থানায় খাদিজার পরিবার থেকে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে।

এ ঘটনার পর এমসি কলেজের শিক্ষার্থীরা হামলাকারী বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গণপিটুনিতে আহত বদরুলকেও ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বদরুল শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। তবে শাবিপ্রবি ছাত্রলীগ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বদরুলের সাথে সংগঠনের কোন সম্পর্ক নেই, ব্যক্তির দায় সংগঠন নেবেনা। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে হামলাকারী বদরুলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রক্টর রাশেদ তালুকদারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আহবান জানান বিশ্ববিদ্যালয় ভিসি। প্রতিবেদনের উপর ভিত্তি করে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

(টিএ/এএস/অক্টোবর ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test