E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুই দফা দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের অবস্থান ধর্মঘট

২০১৬ অক্টোবর ০৫ ১৮:০২:০৭
দুই দফা দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের অবস্থান ধর্মঘট

বাকৃবি প্রতিনিধি : দুই দফা দাবিতে অবস্থান ধর্মঘট করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা প্রগতিশীল ছাত্র জোট। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করে।

ভর্তি ফরমের বর্ধিত মূল্য ১০০ টাকাসহ অন্যান্য সকল বর্ধিত ফি প্রত্যাহার ও আবেদনকারী সকল শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়ার দুই দফা দাবিতে দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র হতে এক বিক্ষোভ মিছিল বের করে বাকৃবি শাখা প্রগতিশীল ছাত্র জোট। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান ধর্মঘট পালন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্টের বাকৃবি শাখার সভাপতি রাফিকুজ্জামান ফরিদ, সাংগাঠনিক সম্পাদক প্রেমানন্দ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম ভৌমিক, সৌরভ দাস, মাগফুরা জেরিন প্রমুখ।

অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা আমাদের মৌলিক অধিকার এটাকে পণ্যর সাথে তুলনা করা যায় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তার অবস্থান থেকে সরে না আসলে সামনে আরও কঠোর কমসূচীর গ্রহণ করা হবে।

উল্লেখ্য এ বছর ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেনির ভর্তি পরীক্ষায় ভর্তি ফরমের মূল্য ১০০ টাকা বৃদ্ধি করে ৬০০ টাকা থেকে ৭০০ টাকা করা হয়েছে। গত বছর প্রথমবারের মতো সকল শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিলেও এবার পূর্বের নিয়ম অনুযায়ী দশ গুণ শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়।

(এসএস/এএস/অক্টোবর ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test