E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আনন্দ মাল্টিমিডিয়া স্কুলে ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০১৬ অক্টোবর ০৮ ১৮:২৮:০৫
আনন্দ মাল্টিমিডিয়া স্কুলে ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : দাউদকান্দি উপজেলার স্বনামধন্য আনন্দ মাল্টিমিডিয়া ইংলিশ মিডিয়াম স্কুলে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ছে।

শনিবার সকাল ১১টায় উপজেলার গৌরীপুরের আনন্দ মাল্টিমিডিয়া ইংলিশ মিডিয়াম স্কুলে Facebook culture Displeases our young generation from studies প্রতিপাদ্যকে নিয়ে ব্যতিক্রমধর্মী এক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় স্কুলের ১০ শিক্ষার্থী। সময়োপযোগি উক্ত বিষয়ের পক্ষে ও বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা শুরু করে ৫ জন করে ১০ জন বিতার্কিক। ভিনদেশী ভাষা ইংরেজিতে তাদের চমৎকার ও নান্দনিক উপস্থাপনায় উপস্থিত অতিথিবৃন্দসহ সকল দর্শক-শ্রুতাগণ অভিভূত হন। অতিথিদের সঙ্গে সঙ্গে অভিভাবক ও শিক্ষার্থীদের করতালির মাধ্যমে প্রতিযোগিদের উৎসাহ প্রদান করতে দেখা যায় এসময়।

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, বিজয় বাংলা সফট্ওয়ারের প্রণেতা ও দেশবরেণ্য মিডিয়া ব্যক্তিত মোস্তফা জাব্বার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মোঃ খোরশেদ আলম সরকার, তরুণ প্রজন্মের প্রিয়মুখ ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, গৌরীপুর এস.এ হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া তালুকদার, কবি, কলামিস্ট ও সমাজসংস্কারক মো.আলী আশরাফ খান, রোটারীয়ান জওহর লাল বনিক। এসময় উপস্থিত ছিলেন, স্কুলের অধ্যক্ষ মাহফুজুল হক, পরিচালক মো: নজরুল ইসলাম, সাংবাদিক মোঃ হানিফ খান, আব্দুর রহমান ঢালী, সমাজসেবী মোঃ তোফাজ্জল হোসেন, দ্বীন ইসলাম রাজু, মোঃ একরামুল হক, মোঃ শাহেদ আহমেদ প্রমুখ।

বিতর্ক প্রতিযোগীতায় বিচারকার্যে ছিলেন, দাউদকান্দি ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ-এর ইংরেজি শিক্ষক মো; জহিরুল ইসলাম খান রিপন, নৈয়াইর ইসলামীয়া ফাজিল মাদরাসার ইংরেজি শিক্ষক রতন চন্দ্র দেবনাথ ও জাহাপুর কে. কে কলেজ-এর ইংরেজি শিক্ষক ঈমাম জাহিদ।

বিচারকমন্ডলীদের রায়ে Facebook culture Displeases our young generation from studies এর বিপক্ষকে যথাযথ যুক্তি উপস্থাপনে সক্ষম হওয়ায় বিজয়ী ঘোষণা করা হয়। পরে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও মেডেল তুলে দেন এবং পক্ষে অংশ নেয়া দলকেও মেডেল দিয়ে উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ব্যাংকার মোঃ শফিউল আলম বুলবুল।

(এএকে/এএস/অক্টোবর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test