E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে অস্ত্রসহ ১৯ জলদস্যু আটক

২০১৬ অক্টোবর ১০ ১০:২৮:৫৮
চট্টগ্রামে অস্ত্রসহ ১৯ জলদস্যু আটক

চট্টগ্রাম  প্রতিনিধি : চট্টগ্রামে অস্ত্রসহ ১৯ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। রবিবার বিকেলে সন্দ্বীপ টেংগার চর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এ সময় ছয়টি দেশীয় পাইপগান, ২টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রবিবার সন্ধ্যায় কোস্টগার্ড পূর্বজোনের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানাতে পারেনি কোস্টগার্ড।

কোস্টগার্ড পূর্বজোন (জোনাল কমান্ডার) লে. কমান্ডার ওমর ফারুক জানান, দীর্ঘদিন ধরে সন্দ্বীপের আলাউদ্দিন বাহিনী ওরফে বিসমিল্লাহ গ্রুপ উপকূলীয় এলাকায় জেলেদের উপর নির্যাতন, অবৈধ চাঁদা আদায়, অপহরণ ও লুণ্ঠনসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সন্দ্বীপ ও তৎসংলগ্ন চরাঞ্চলে জলদস্যুদের আস্তানা ঘেরাও করে ১৯জন জলদস্যুকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি দেশীয় পাইপগান, ২টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি চাপাতি ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জব্দকৃত অস্ত্রসহ আটক জলদস্যুদের সন্দ্বীপ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলেও জানান লে. কমান্ডার ওমর ফারুক।

(ওএস/এএস/অক্টোবর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test