E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দশমীতে মাইকের বাহার...

২০১৬ অক্টোবর ১৩ ১৮:৫৮:২৮
দশমীতে মাইকের বাহার...

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব। তবে এবার ব্যতিক্রম ছিলো এক নৌকাতে ২৫টি মাইকের হর্ণ ও ৪টি বক্স।

চাটমোহর থেকে শখের বশে রাজিব বিশ্বাস রাজু, তন্ময় কুন্ডু, শোভন সরকার, জয় কর্মকার, বিপুল, বাপ্পি, বিপুল জানায়, ১৫ ২০ জন বন্ধু মিলে দশমীতে একটি নৌকা ৫ হাজার টাকায় ভাড়া নেয়। নৌকায় গান বাজাতে ২৫টি মাইকের হর্ণ ও ৪টি বক্স ১১ হাজার টাকায় ভাড়া করা হয়। নৌকা জুড়ে সারি সারি ভাবে হর্ণ বাঁধা হয়। এভাবেই মির্জাপুর হয়ে নাটোরে চাঁচকৈর নদীতে বিসর্জন দেখতে যায়। হাজারো মানুষের নজর কাড়ে ২৫টি মাইক ৪টি বক্স। সকল নৌকার মাইকের হর্ণের গান বাজনা যেন শোনাই যাচ্ছিলো না। অন্যান্য নৌকায় আসা দর্শনার্থীরা দেখে আলোচনায় আসে কোথাকার নৌকা, এতো মাইক, বক্স ইত্যাদি। পরে আনন্দ উল্লাসে বিজয় দশমীর প্রতিমা বিসর্জন শেষে ফিরে আসে তারা।

উল্লেখ্য, চাটমোহরে বড়াল নদীতে ১৯৮৮ সালে ক্রস বাঁধ দেয়ার কারণে বদ্ধ জলাশয়ে পরিনত জয় নদীটি। সেই থেকে নৌকা প্রজিশন দেয়া, নৌকা পথে ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে। সম্প্রতি নদী সচল করতে বাঁধ কাটা শুরু হয়েছে।

(এসএইচএম/এএস/অক্টোবর ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test