E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নড়াইলে বদলি পরীক্ষা দেয়ার অপরাধে এক ছাত্রকে কারাদণ্ড

২০১৬ অক্টোবর ১৪ ১৫:২২:১৮
নড়াইলে বদলি পরীক্ষা দেয়ার অপরাধে এক ছাত্রকে কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি : নড়াইলের সরকারি লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে বিএবিএসএস- প্রোগ্রাম পরীক্ষায় নিয়মীত পরীক্ষার্থীর বদলে অন্য আর একজন পরীক্ষা দেয়ার অপরাধে ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রমমাণ আদালত।

জানা গেছে আজ শুক্রবার ১৪ অক্টোবর বেলা ১১ টায় লোহাগড়া আদর্শ সরকারি মহাবিদ্যালয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে বিএবিএসএস- প্রোগ্রাম পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষা চলাকালীন সময়ে ছবি পরিবর্তন করে ১১০ রোল নং এর পরীক্ষার্থী মোঃ জাহিদ হোসেনের পরিবর্তে মোঃ ছাব্বির হোসেন নামে এক ছাত্র পরীক্ষায় অবৈধ ভাবে অংশগ্রহন করে।

বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা জানতে পারেন। পরবর্তীতে পরীক্ষাকেন্দ্রে ওই ছাত্রের অপরাধ প্রমাণিত হওয়ায় তিনি তাকে পরীক্ষা নিয়ন্ত্রন আইনে ১ বছরের কারাদন্ড দেন। এ সময় পরীক্ষায় অসাধুপায় অবলম্বন করায় আরো ৫ ছাত্রকে বহিষ্কার করেছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। সাজাপ্রাপ্ত ছাব্বিরের বাড়ি লোহাগড়া উপজেলার কাশিপুর গ্রামে।

(টিএআর/এএস/অক্টোবর ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test