E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জকিগঞ্জে প্রথম সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

২০১৬ অক্টোবর ১৫ ১৫:০৯:০১
জকিগঞ্জে প্রথম সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকম এর আয়োজনে এবং জকিগঞ্জ লেখক পরিষদ এর সহযোগিতায়  প্রথমবারের মতো জকিগঞ্জে দিনব্যাপী “সাংবাদিকতা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মশালা” জকিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে বুধবার অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় অনলাইন ও প্রিন্ট পত্রিকার ৩৫ জন সংবাদকর্মী অংশ নেন।

জকিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী সকাল সাড়ে দশটায় কর্মশালার উদ্বোধন করেন।

এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সিনিয়র সাংবাদিক গবেষক লেখক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক (বিষয়- সংবাদ বিজ্ঞপ্তি, সংবাদ লেখার কৌশল ও সংবাদে ভাষার ব্যবহার), সেন্টার ফর ইম্প্রোভমেন্ট অব প্রেস-সিআইপির পরিচালক, ইনডিপেনডেন্ট টিভির ব্যুরো চীফ আল আজাদ( বিষয়- সংবাদ, সংবাদ মাধ্যম ও সাংবাদিকতা), সিলেট ভিউ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টিভি চ্যানেলের ব্যুরো চীফ শাহ দিদার আলম নবেল (বিষয়-অনলাইন সাংবাদিকতা), সিলেটবারের সিনিয়র আইনজীবি সাপ্তাহিক জালালাবাদের সাবেক সহকারি সম্পাদক কাওছার রশীদ বাহার (বিষয়-প্রেস নীতিমালা-আচরণ বিধি, তথ্য প্রযুক্তি আইন, মানহানি মামলা ইত্যাদি)।

জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক প্রভাষক আল মামুনের সভাপতিত্বে ব্যবস্থাপনা সম্পাদক কে এম মামুনের উপস্থাপনায় বিকেল সাড়ে চারটায় সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পত্রিকার আইটি সম্পাদক তরিকুল আলম রাছেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ থানার ওসি(তদন্ত) শওকত হোসেন, প্রশিক্ষক আল আজাদ, কাওচার রশিদ বাহার ও শাহ দিদার আলম নবেল। বক্তব্য দেন জকিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহসভাপতি বদরুল হক খসরু, জকিগঞ্জ লেখক পরিষদের সহসভাপতি মাওলানা ফদ্বলুর রহমান, জকিগঞ্জ সংবাদ সম্পাদক রহমত আলী হেলালী।

কর্মশালায় অংশগ্রহণকারীরা হলেন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি শ্রীকান্ত পাল, দৈনিক জালালাবাদ প্রতিনিধি এখলাছুর রহমান, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি অপূর্ব পাল, জকিগঞ্জ সংবাদ সম্পাদক রহমত আলী হেলালী, স্টাফ রিপোর্টার মেহেদী হেলাল, মানবজমিন প্রতিনিধি রিপন আহমদ, যুগান্তর প্রতিনিধি আল হাছিব তাপাদার, দৈনিক সিলেট সুরমা প্রতিনিধি আবু বকর মো. ফয়ছল, সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক মন্ডলীর সভাপতি ফদ্বলুর রহমান, স্টাফ রিপোর্টার মাসুম আহমদ, জকিগঞ্জ বার্তার বারহাল প্রতিনিধি সাইফুর রহমান, জকিগঞ্জ টুডের স্টাফ রিপোর্টার ওমর ফারুক, ত্রৈমাসিক সন্ধানীর বার্তা সম্পাদক আব্দুল মুকিত, ফিচার সম্পাদক আহমদ আল মঞ্জুর, জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক আল মামুন, ব্যবস্থাপনা সম্পাদক কেএম মামুন, আইটি সম্পাদক তরিকুল আলম রাছেল, সহকারি আইটি সম্পাদক মো. শাহাদাত হোসাইন খান রেজা, স্টাফ রাইটার এসএম শাহাদৎ হোসেন, কালীগঞ্জ প্রতিনিধি মো. নাজমুল হক তালুকদার শাহীন, কসকনকপুর ইউনিয়ন প্রতিনিধি মো. জামিল আহমদ, সুলতানপুর ইউনিয়ন প্রতিনিধি জয়নুল আবেদীন জাহিদ, বীরশ্রী প্রতিনিধি ফয়ছল আহমদ, বারহাল প্রতিনিধি আব্দুল মজিদ, বারঠাকুরি ইউনিয়ন প্রতিনিধি মো. আল আমিন, জকিগঞ্জ ইউনিয়ন প্রতিনিধি মো. সাইফুর রহমান স্বিপন, কাজলসার ইউনিয়ন প্রতিনিধি আব্দুস সামাদ, এমসি কলেজ প্রতিনিধি জাবির আহমদ, সিলেট শহর প্রতিনিধি আবু সাঈদ, স্পেন প্রতিনিধি জয়নাল আবেদীন তাপাদার, আরর আমিরাত প্রতিনিধি কয়েছ আহমদ, রাজস বিশ্বাস, ইছামতি ডিগ্রি কলেজ প্রতিনিধি স্বপন কুমার বিশ্বাস, জকিগঞ্জ নিউজ পাঠক ফোরামের সাংগঠনিক সম্পাদক রাইয়ান মাহমুদ, সাজ্জাদ মজুমদার স্কুল ক্যাম্পাস প্রতিনিধি অসীম ভৌমিক, ফ্রি ল্যান্স সাংবাদিক ম.জ সালেহীন ।

উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক নাজমুল কবির পাভেল, জকিগঞ্জ লেখক পরিষদের সাধারণ সম্পাদক এজিএম শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ,জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক রাহেল আহমদ। অংশগ্রহণকারীদের কলম, প্যাড, সনদপত্র, ব্যাগ ও সম্মানী প্রদান করা হয়। অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রত্রিকার সম্পাদক আল মামুন।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জকিগঞ্জের ইতিহাসে প্রথমবারের মতো সাংবাদিকতা বিষয়ক কর্মশালার আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। তারা বলেন সাংবাদিকরা জাতির আশার আলো ও পথ নির্দেশক। সাংবাদিকরা ভুল করলে মানুষ শুধু বিভ্রান্তই হয় না ক্ষতিগ্রস্থও হয়। তাই সাংবাদিকতায় প্রশিক্ষণের বিকল্প নেই। বিজ্ঞপ্ত

(এসপি/এএস/অক্টোবর ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test