E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রতিবন্ধিদের জন্য খাস জমি বন্দোবস্তের ব্যবস্থা করা হবে’

২০১৬ অক্টোবর ১৫ ১৭:২২:১১
‘প্রতিবন্ধিদের জন্য খাস জমি বন্দোবস্তের ব্যবস্থা করা হবে’

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘প্রতিবন্ধিদের জন্য খাস জমি বন্দোবস্তের ব্যবস্থা করা হবে’ বলে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শনিবার বিকেলে ঈশ্বরদীর চররূপপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একশ প্রতিবন্ধীর মাঝে ১০০টি হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ জানিয়েছেন।

কর্মীর হাত গাইবান্ধা সংস্থার পৃষ্ঠপোষকতায় বিনামূল্যে এ চেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। পাবনা জেলা সমাজসেবা কার্যালয়, পাবনা ও প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি, চররূপপুর জিগাতলা, ঈশ্বরদী এই অনুষ্ঠানের আয়োজন করে।

পাবনার জেলা প্রশাসক রেখা রাণী বালো, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, পাবনা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুল মমিন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা শাখার যুগ্ম সম্পাদক বশীর আহমেদ বকুল, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা রশিদুল্লাহ, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম হব্বুল, ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ঈশ্বরদী প্রতিনবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি দৃষ্টি প্রতিবন্ধী সানোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন রেজাউল করিম রাজা। বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সাদা ছড়ি হোক আত্মনির্ভরশীলতার প্রতীক’।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শরীফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিবন্ধীদের মঙ্গল চিন্তা করে সরকারিভাবে তাদের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছিলেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমাজের নিম্ন অসহায় ও অক্ষম মানুষের জন্য বাস্তব পদক্ষেপ নিয়েছেন।

প্রধানমন্ত্রীর কন্যা সায়েমা ওয়াজেদ প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য সক্রিয়ভাবে নিবেদিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গণে সুনাম অর্জন করছেন। মন্ত্রী আরো বলেন, প্রতিবন্ধী কারো বোঝা নয়, প্রতিবন্ধী এখন কোন লজ্জার বিষয়ও নয়। প্রতিবন্ধীদের জন্য গণসচেতনতা সৃষ্টি হয়েছে। সকল শ্রেণী ও পেশার মানুষসহ বিত্তবানরা এখন প্রতিবন্ধীদের সহযোগিতায় এগিয়ে আসছেন। আগামীতে তিনি প্রতিবন্ধী প্রতিষ্ঠানের জন্য আরও সেলাই মেশিন সরবরাহের ব্যবস্থা করার আশ্বাস দেন।

(এসকেকে/এএস/অক্টোবর ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test