E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৈত্রী এক্সপ্রেস থেকে ১৭ লাখ টাকার ভারতীয় ঔষধ, শাড়ি-থ্রি পিস জব্দ

২০১৬ অক্টোবর ১৫ ১৯:৩২:৫৮
মৈত্রী এক্সপ্রেস থেকে ১৭ লাখ টাকার ভারতীয় ঔষধ, শাড়ি-থ্রি পিস জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গার দর্শনায় কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে ১৭ লাখ টাকার ভারতীয় ঔষধ, শাড়ি-থ্রি পিস জব্দ করেছে কাস্টমস। শনিবার দুপুরে দর্শনা কাস্টমস স্টেশনের কর্মকর্তারা অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও শাড়ি-থ্রি পিস জব্দ করে।

দর্শনা স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার পারভেজ রেজা চৌধুরী জানান, শনিবার বেলা ১২টায় কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মৈত্রী ট্রেনটি ভারতের গেঁদে রেলস্টেশনে কাস্টমস-ইমিগ্রেশন শেষে দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনে পৌছায়। এ সময় তল্লাশি চালিয়ে এ ট্রেন থেকে ১০ লাখ টাকা মুল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ ও ৭ লাখ টাকার শাড়ি-থ্রি পিস জব্দ করা হয়।

সহকারী কমিশনার পারভেজ রেজা চৌধুরীর নের্তৃত্বে এ অভিযানে অংশ নেন দর্শনা স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোস্তাফা কামাল চৌধুরী, তুষার কান্তি ঘোষ ও সহকারী রাজম্ব কর্মকর্তা মনির হোসেনসহ কাস্টমস’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

(টিটি/এস/অক্টোবর১৫,২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test