E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চেক দিলেন যোগাযোগমন্ত্রী

২০১৪ জুন ১২ ১৬:১৫:০৬
ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চেক দিলেন যোগাযোগমন্ত্রী

স্টাফ রিপোর্টার : ঢাকা অ্যালিভেটেড এক্সপ্রেস ওয়েভ প্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক প্রদান করলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মহাখালী হয়ে তেজগাঁও, মগবাজার, কমলাপুর, কুতুবখালী পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার এবং র‌্যামসহ ৪৬ কিলোমিটার দীর্ঘ এই উড়াল সেতুর চারটি পর্যায়ে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক প্রদান করা হয়।

বৃহস্পতিবার বনানীর সেতু ভবণে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক প্রদান শেষে যোগাযোগ মন্ত্রী বলেন, ‘এই প্রকল্পের জন্য আমরা সাড়ে ১৬ একর জায়গা অধিগ্রহণ করেছি। সাড়ে ৬ একর জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাধ্যে আজকে ২০ জনকে চেক দেয়া হলো।’

সরকারের বিরুদ্ধে তারেক রহমান ও বিএনপি নেতাদের অপপ্রচারের নিন্দা জানিয়ে তিনি বলেন, আপনারা দেশে বিদেশে সরকারের যতই অপপ্রচার করেন এতে কোনো লাভ হবে না। আমরা আমাদের মতো এগিয়ে যাচ্ছি এবং যাবো। আপনাদের কথার পাল্টা জবাব আমরা মুখে দেবো না, কাজের মধ্যে দিয়ে দেবো।

(ওএস/এটিআর/জুন ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test