E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে ধুমসে চলছে ধামের গান

২০১৬ অক্টোবর ১৭ ১৮:১৮:২৬
ঠাকুরগাঁওয়ে ধুমসে চলছে ধামের গান

ঠাকুরগাঁও প্রতিনিধি : হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উৎসবের পরেই হয় ধনের দেবী লক্ষ্মী পুজা। আর লক্ষ্মী পুজাকে কেন্দ্র করে গ্রামগুলোতে পড়ে যায় ধামের গানের উৎসব। জেলার প্রত্যেকটি ইউনিয়নেই আনন্দমুখর পরিবেশে চলছে এ উৎসব।

সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বিনয়ী মেম্বারপাড়া দেহন লক্ষ্মীর ধামে বিগত ৭ বছর ধরে এ উৎসবের আয়োজন করে আসছে।এ রকম জেলায় অন্তত ৪৫০-৫০০টি আসরে ধামের গান চলছে।

দেহন লক্ষ্মীর ধামের আয়োজক কমিটির সভাপতি অরুন চন্দ্র রায় জানান, গত ৭ বছর ধরে আমরা এ লক্ষ্মীর দামের আয়োজন করে আসছ্ এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। শনিবার লক্ষ্মী পুজার দিন থেকে শুরু করে এ যাবৎ ৮টি গানের দল অংশ গ্রহন করেছে। আজ ১৭ অক্টোবর রাতে শেষ হবে এ আসর।

একই ইউনিয়নের আয়োজক কমিটির সদস্য সুদেব চন্দ্র রায় জানান, গ্রামের মধ্যে আয়োজনগুলোতে উৎসব মুখর পরিবেশ হয়ে উঠে।এখানে শনিবার থেকে সোমবার পর্যন্ত ৮ দলের পালা অনুষ্ঠিত হয়। পালাগুলোর মধ্যে- রাণীশংকৈল থেকে আগত দল পরিবেশন করে “লক্ষ্মীর বনবাস”, স্থানীয় দলগুলো পরিবেশন করে “কঙ্কার প্রতি স্বামীর বিচার”,“খাটাস বেটির বাপ”, বং বং দেওনিয়া নামক বিভিন্ন প্রচলিত পালা গান।

গান শুনতে আসা পুর্ণিমা রাণী জানান, রাত জেগে গান শুনতে ভীষণ ভালো লাগে।আমরা পরিবার সহ এসে ধামের গান উপভোগ করি।ধামের গানে ছেলেদের মেয়ে সাজিয়ে (ছোকরা) বিভিন্ন অঙ্গ-ভঙ্গিতে গান পরিবেশন খুবই মজার।

রায়পুর ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল জানান, আমার ইউপিতে ধামের গানের অন্তত ২০-২২টি আসর বসেছে।রাত জেগে হিন্দু-মুসলিম সকলেই এ ধামের গান উপভোগ করতে আসে।

(এফআইআর/এএস/অক্টোবর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test