E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জকিগঞ্জে ৬৫৬টি মসজিদে দুই সহস্রাধিক নারিকেলের চারা বিতরণ

২০১৬ অক্টোবর ১৮ ১৫:১৯:১৪
জকিগঞ্জে ৬৫৬টি মসজিদে দুই সহস্রাধিক নারিকেলের চারা বিতরণ

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জ আল ইখওয়ান আন্তর্জাতিক মসজিদ উন্নয়ন সংস্থা শুধু জকিগঞ্জ উপজেলার মসজিদগুলির উন্নয়ন নয় উপজেলার ধর্মীয়, সামাজিক, নৈতিক ও পরিবেশ উন্নয়নের  পাশাপাশি জকিগঞ্জের সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছে। সংস্থার পক্ষ থেকে সোমবার পুরো উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলার ৬৫৬টি মসজিদে প্রায় দুই সহশ্রাধিক নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।

সংস্থার কোষাধ্যক্ষ নজরুল ইসলাম খান জানান, জকিগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার আঠারোটি স্থানে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এ সব ছাড়া বিতরণ করা হয়।

বারহাল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও শাহবাগ স্টেশন থেকে ৭৫ মসজিদে ৩টি করে নারকেলের চারা বিতরণ করা হয়। ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাক আহমদ, সংস্থার প্রতিনিধি তাজ উদ্দিন ছদিউলসহ বিশিষ্টজনেরা এ সময় উপস্থিত ছিলেন।

বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী, সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, সংস্থার সাবেক আহবায়ক হাবীব আহমদ শিহাব, প্রতিনিধি মাওলানা আপ্তাব আহমদ নোমানী, জাকির হোসেন প্রমুখ ইউনিয়নের ৬৪ টি মসজিদের সভাপতি, সেক্রেটারী, ইমামসহ মসজিদের প্রতিনিধির হাতে বরইরতল বাজারে ১৯২টি চারা তুলে দেন।

কাজলসার ইউনিয়নে ৫০টি মসজিদে ৩টি করে নারিকেলের চারা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, সংস্থার ইউনিয়ন প্রতিনিধি লতিফ শামীম, আটগ্রাম বাজার জামে মসজিদের খতিব মাওঃ জালাল উদ্দীন প্রমুখের উপস্থিতিতে লতিফিয়া আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল মাওঃ ইয়াহইয়া আহমদ চৌধূরীর পরিচালনায় চারা বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমির শিক্ষক মাওঃ হারুনুর রশীদ,আটগ্রাম আমজদিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওঃ আব্দুল হক,কাজির পাতন জামে মসজিদের ইমাম মাওঃ ছাদিকুর রহমান। গোটারগ্রামে ২৬টি মসজিদে ৪নং ওয়ার্ড সদস্য মাওঃ কফিলুজ্জামানের নেতৃত্বে নারিকেলের চারা বিতরণ করা হয়।

খলাছড়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান কবির আহমদ, সংস্থার প্রতিনিধি আব্দুল জলিলের উপস্থিতিতে ঈদগাহ বাজার থেকে ৪৩টি মসজিদে ১২৯টি চারা বিতরণ করা হয়।

জকিগঞ্জ ইউনিয়নের থানা বাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার মাঠে চারা বিতরণ করেন মাদ্রাসা সুপার মাওলানা শিহাব উদ্দিন, ইউপি সদস্য শামসুল হক, সংস্থার প্রতিনিধি মাওলানা ফদ্বলুর রহমান, হাফিজ আলী হোসেনের নেতৃত্বে ৫৫টি মসজিদে ৩টি করে গাছের চারা বিতরণ করা হয়।

সুলতানপুর ইউনিয়নের বাবুর বাজারের এহতিশামনগর জামে মসজিদ প্রাঙ্গণে বাবুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. আব্দুল মতিন খান, বাজার কমিটির সেক্রেটারী আব্দুস সালাম, সংস্থার প্রতিনিধি মাওলানা শিহাব উদ্দিন ও আলমগীর হোসেনের পরিচালনায় ৮৪টি মসজিদে ২৫২টি চারা বিতরণ করা হয়েছে।

বারঠাকুরিতে নয়াবাজার হাফিজিয়া মাদ্রাসা, হাবিবিয়া রশিদিয়া দাখিল মাদ্রাসা ইসলামাবাদ ও উত্তরকুল ক্যাম্পের বাজারের ৩টি পৃথক স্থান থেকে ৭৬টি মসজিদে ২২৮টি চারা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হাফিজ ফারুক আহমদ, সংস্থার কোষাধ্যক্ষ নজরুল ইসলাম খান, প্রতিনিধি মাহতাব উদ্দিন, মাসুম আহমদ প্রমুখ।

কসকনকপুরের ইনামতি মোকাম জামে মসজিদ ও মন্সীপাড়া শাহ ওয়ালিউল্লাহ দাখিল মাদ্রাসা হইতে ৮ নং কসকনকপুর ইউনিয়নের ৬১ টি মসজিদে নারিকেলের চারা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সংস্হার কসকনকপুর প্রতিনিধি ও ইছামতি কামিল মাদ্রাসার মোহাদ্দিস হযরত মাওলানা আব্দুল বাছিত, প্রতিনিধি সাদিক মনসুর, ইনামতি মোকাম জামে মসজিদের খতিব হাফিজ আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক শফিকুর রহমানসহ কসকনকপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

মানিকপুর ইউনিয়নে চারটি ক্যাম্পের মাধ্যমে সর্বাধিক ৮৬টি মসজিদে ২৫৮টি চারা বিতরণ করা হয়েছে। ব্রাম্মণগ্রাম বাবুর বাড়ী, লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও হাবীবিয়া প্রি ক্যাডেট স্কুল ও রতনগঞ্জ বাজারে এসব চারা বিতরণ করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী, সমাজসেবী চেরাগ আলী, সংগঠক বাবর হোসাইন চৌধুরী, সংস্থার প্রতিনিধি শিহাব উদ্দিন, মাওলানা শাহীন আহমদ,মেহেদী হেলাল উপস্থিত ছিলেন।

জকিগঞ্জ পৌরসভায় ফাজিল সিনিয়র মাদ্রাসায় চারা বিতরণীতে উপস্থিত ছিলেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম আব্দুল মালেক, থানা মসজিদের ইমাম ক্বারী আব্দুস শুকুর, সংস্থার প্রতিনিধি সুহেল আহমদ, বাহার উদ্দিন প্রমুখ। পৌর এলাকার ৩৬টি মসজিদে ১০৮টি চারা বিতরণ করা হয়।

সংস্থার চারা বিতরণ সম্পর্কে ৩নং কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান জুলকারনাইন লষ্কর বলেন-বৃক্ষ রোপন একটি পরিবেশ বান্ধব কর্মসূচি। পরিবেশের ভারসাম্য রক্ষায় এর গুরুত্ব অপরিসীম। এটি ছওয়াবেরও কাজ। এ সব চারার পরিচর্যাও করতে হবে। চারাগুলি বড় হলে মসজিদের সৌন্দর্য বাড়বে আয় বাড়বে ছায়াও দিবে। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি হোসেন আহমদ মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক এইচএম ফজলুর রহমান খান বলেন, মসজিদ বক্তব হচ্ছে আমাদের শিশুদের ধর্মীয় শিক্ষার প্রথম বিদ্যায়তন।

গুরুত্বপূর্ণ এ মসজিদগুলি বরাবরই অবহেলিত। তাই জকিগঞ্জের মসজিদগুলির উন্নয়নের লক্ষ্যে ৩৭টি দেশের প্রবাসীদের নিয়ে ২০১৪ সালে জকিগঞ্জ আল ইখওয়ান আন্তর্জাতিক মসজিদ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। উল্লেখ্য, এসব নারিকেলের চারা লক্ষীপুর জেলা থেকে সংগ্রহ করা হয়েছে।

(এএম/এএস/অক্টোবর ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test