E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'সরকার ঔষধ ও কাপড় খাতে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে'

২০১৬ অক্টোবর ১৯ ২২:২২:২৮
'সরকার ঔষধ ও কাপড় খাতে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে'

জকিগঞ্জ প্রতিনিধি :জকিগঞ্জে বিরোধী দলীয় হুইপ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।

সরকার ঔষধ ও কাপড় খাতে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশ্বের সকল উন্নত দেশকে পিছনে ফেলে বাংলাদেশ একদিন বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে। দেশে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। দেশ অতীতের সকল সরকারের সময়ের চাইতে বেশী এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। অভিভাবক ও শিক্ষকের সম্মন্বয়ে ফলাফলের হার আরো বেশী বাড়তে পারে। সরকার শিক্ষকদের সম্মান জানিয়ে বেতন ভাতা বৃদ্ধি করেছে। আগামীতে আরো বৃদ্ধি করা হবে। বর্তমান সময়ের শিক্ষার্থীরা ভালো করে লেখাপড়া করে বিশ্বকে নেতৃত্ব দিয়ে যেতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার জকিগঞ্জের হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের একাডেমিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধনকালে এক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আফজাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুশ শহীদ লস্কর বশির, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভানেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, ইউপি চেয়ারম্যান মাহতাব আহমদ চৌধুরী, অধ্যক্ষ জালাল আহমদ, জেলা যুব সংহতির সদস্য সচিব মর্তুজা আহমদ চৌধুরী, উপজেলা জাপার সাবেক আহবায়ক জালাল উদ্দিন,

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল হক। অনুষ্টানে বিদ্যালয়ের প্রাক্তন তিন কৃতি শিক্ষার্থী প্রভাষক লস্কর হাসিনা পারভিন, ডা. মো. মোয়াজ্জেম ইসলাম, ডা. মো. আব্দুর রহমান, আক্তার হোসাইনকে সংবর্ধনা প্রদান করা হয়।


সরকারী হাসপাতালে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্ধকৃত জকিগঞ্জ সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সের চাবি বুধবার বিকেলে হাসপাতালে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন বিরোধী দলীয় হুইপ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সেলিম উদ্দিন এমপি। এ সময় এক অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী হাসপাতালের অধ্যক্ষ ও বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।

বিরোধী অনান্যদের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মহসিন মতুর্জা চৌধুরী টিপু, জুলকার নাইন লস্কর, ইউনুছ আলী, কবির আহমদ, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুশ শহীদ লস্কর বশির, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী, ডা. আব্দুল্লাহ আল মেহেদী, ডা. এইচ আই রুহুল আমিন, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, পৌর কাউন্সিলর কামরুজ্জামান কমরু, রিপন আহমদ, শাহাব উদ্দিন শাকিল, উপজেলা জাপার সাবেক আহবায়ক জালাল উদ্দিন প্রমুখ।


জকিগঞ্জ সীমান্তে ব্যাটেলিয়ান পর্যায়ে বিজিবি-বিএসএসফ পতাকা বৈঠক

বিজিবি-বিএসএফ ব্যাটেলিয়ান পর্যায়ের পতাকা বৈঠক বুধবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত অত্যান্ত সৌহার্র্দ্যপূর্ণ পরিবেশে জকিগঞ্জ সড়ক ও জনপথের পরিদর্শন বাংলোয় অনুষ্টিত হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৪১ বর্ডার গার্ড ব্যাটেলিয়ান অধিনায়ক শাহ আলম চৌধুরী ও ভারতের বিএসএফ’র পক্ষে ১৩১ ব্যাটেলিয়ান কমান্ডেন্ট শ্রী ওম প্রকাশ।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ২ জন অফিসার, ৩জন কোম্পানী কমান্ডার, ৪জন বিওপি কমান্ডার, অনান্য পদবীর ৪জনসহ মোট ১৪ জনের একটি দল।

ভারতের বিএসএফ’র পক্ষে উপস্থিত ছিলেন ২জন স্টাফ অফিসার, ৩জন কোম্পানী কমান্ডার, ৮ জন অনান্য পদবীর সদস্যসহ ১৪ জন।

বৈঠকে উভয় দেশ সীমান্তে টহল জোরদার, চোরাচালন, গরু-মহিষ চুরি, মাদক, ফেন্সিডিলসহ সীমান্ত অপরাধ দমনে উভয় পক্ষ যৌথভাবে কাজ করার সিন্ধান্ত হয়। এছাড়া দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াধী নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।






(এসকেপি/এএস/অক্টোবর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test