E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে ৬ জেলে  গ্রেফতার, পুলিশের গুলি

২০১৬ অক্টোবর ২০ ১২:১১:২২
রাজবাড়ীতে ৬ জেলে  গ্রেফতার, পুলিশের গুলি

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী :প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ ধরার অপরাধে রাজবাড়ীর পদ্মানদীতে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর সার্বিব নির্দেশনায়,  অতিরিক্ত পুলিশ সুপার মোঃতারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনার সময়  ৬ জেলেকে গ্রেফতার এবং ১৫হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে রাজবাড়ী জেলা পুলিশ।

১৯ অক্টোবর বুধবার রাজবাড়ী পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর নির্দেশক্রমে একটি বিশেষ টিম পদ্মার উড়াকান্দা এবং ধাওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলা পুলিশ ও জেলা মৎস অফিস।

অভিযান পরিচালনার সময় নদীর চরের মধ্যে কিছু জেলে এক হয়ে পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ নিজেদের আত্মরক্ষার্থে ৫ রাউন্ড শর্টগানের গুলি চালালে কিছু জেলেরা পালিয়ে যায়। অভিযান পরিচালনার সময় রাজবাড়ী সদর উপজেলা মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী, সদর থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মিয়া অংশ নেয়।

পুলিশর অভিযানে পাংশা থানায় আটককৃত এক জেলের সাথে কথা বলে জানা যায়, এবার পুলিশের তৎপরতার কারণে কোনভাবেই তারা নদীতে নামতে পারছে না। কেন এই বন্ধ সময়ে মাছ ধরার জোর চেষ্টা এমন প্রশ্নের জবাবে আটক জেলে বলেন, এই সময় পদ্মার প্রচুর ইলিশ পাওয়া যায় বলে তারা ঝুঁকি নিয়েই নদীতে মাছ ধরার চেষ্টা করে।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম বলেন, সরকারের আইন লঙ্ঘন করার কোন সুযোগ নেই যে কারনে আমাদের কঠোর অবস্থান।

এদিকে জামালপুর বাজারের এক ম ব্যাবসায়ী বলেন, এবছর শুধু বাজারে প্রচুর ইলিশ ছিল এবং সস্তা দামের কারনে সাধারণ মানুষ কম-বেশি ইলিশ খেতে পেরেছে। তিনি আরো বলেন ইলিশ মাছ যেন বিদেশে রপ্তানী বা পাচার না করে সেদিকে সরকারের দৃষ্টি দিতে হবে।







(ডিবি/এস/অক্টোবর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test