E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জকিগঞ্জ সরকারি কলেজে অনার্সসহ ডিগ্রি কোর্স চালুর দাবিতে মানববন্ধন

২০১৬ অক্টোবর ২০ ১৮:১৮:২১
জকিগঞ্জ সরকারি কলেজে অনার্সসহ ডিগ্রি কোর্স চালুর দাবিতে মানববন্ধন

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের সীমান্ত উপজেলার জকিগঞ্জ সরকারি কলেজে অনার্সসহ ডিগ্রি কোর্স চালুর দাবিতে কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও প্রবাসীরা বৃহস্পতিবার কলেজের সামনে মানববন্ধন করেছেন। প্রতিষ্ঠার তিন দশক পরেও এ কলেজে অনার্স বা ডিগ্রি কোর্স চালু না হওয়ায় জেলা শহর থেকে ৯১ কি.মি দূরের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন।

দাবি আদায়ের স্লোগান লিখা ব্যানার ও পেস্টুন হাতে নিয়ে দুপুর বারটায় জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করে। প্রায় আধাঘন্টার এ কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রবাসী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ। জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি জামাল আহমদ এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ মিছবাহর পরিচালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ । উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জকিগঞ্জ জামে মসজিদের ইমাম মুফতি আবুল হাসান , সমাজ সেবক মাওলানা মখলিছুর রহমান , ব্যবসায়ী আব্দুল গনি, সংগঠক আব্দুস শাকুর , জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলার রিপন আহমদ , জকিগনজ নিউজ ২৪ ডটকম এর সম্পাদক আল মামুন, জকিগনজ বার্তা ২৪ ডটকম এর সম্পাদক এনামুল হক মুন্না , জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহ সভাপতি রাজস বিশ্বাস, সহ সভাপতি জয়নাল আবেদীন, সহ সাধারণ সম্পাদক কয়েছ আহমদ , দপ্তর সম্পাদক সোহেল আহমদ রাহেল, ক্রীড়া সম্পাদক আবুল হাসান বেলাল , সদস্য রুবেল আহমদ , শিক্ষক কায়েস মাহমুদ , সংগঠক ফুজায়েল আহমদ, ছাত্র নেতা সামসুদোহা, কামরুল ইসলাম , স্টুডেন্ট ইউনিটি অব জকিগঞ্জ গভ: কলেজের আহবায়ক ওয়াহিদুর রহমান সিজান, কলেজের ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তুলি আক্তার, জকিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাকিয়া সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষামন্ত্রী ২০১৩ সালে এ কলেজে ডিগ্রি কোর্স চালুর ঘোষণা দেন। দীর্ঘ চার বছরেও এর বাস্তবায়ন না হওয়ায় তারা আন্দোলনের হুমকি দেন। বানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

(আরআই/এএস/অক্টোবর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test