E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দীর্ঘ ৯মাস পর কুমিল্লা উত্তর আওয়ামীলীগের জেলা কমিটি অনুমোদন

২০১৬ অক্টোবর ২১ ১৭:৪১:২৮
দীর্ঘ ৯মাস পর কুমিল্লা উত্তর আওয়ামীলীগের জেলা কমিটি অনুমোদন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম জাতীয় সম্মলনের ২দিন আগে  দীর্ঘ ৯মাস প্রতীক্ষার কুমিল্লা জেলা আওয়ামীলীগের কমিটি আনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি। আজ শুক্রবার আনুষ্ঠানিক ভাবে ৭১সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন যোগাযোগ মাধ্যম ও প্রেস মিডিয়ার নিকট জেলা কমিটির কপি প্রেরণ করেন। অনেক ত্যাগী নেতা-কর্মী এ কমিটিতে স্থান না পাওয়ায় কুমিল্লা উত্তর জেলা কমিটিতে ক্ষোভ বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা যায়, চলতি বছর ১৩ ফেব্রুয়ারিতে দীর্ঘ ১৮ বছর পর সমম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আবদুল অউয়াল সরকারকে সভাপতি ও জাহাঙ্গীর আলম সরকারকে সাধারণ সম্পাদক করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘ ৯মাসে ৭টি উপজেলার নেতা-কর্মীদের শতাধিক বার দফায় দফায় মিটিং করে। তারা দুইজন ঐক্যমত পৌছতে অবশেষে জাতীয় সম্মেলন সামনে রেখে কুমিল্লা উত্তর জেলা কমিটি ঘোষণা করা হয়। আগের কমিটির অনেক ত্যাগি নেতা-কর্মী বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। আবার অনেকে যে পদ-পদবী পেয়েছেন তারা কখনো এ পদেও জন্য প্রার্থী হননি। আবার যারা সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে প্রার্থী হয়েছেন তাদেরকে সাধারণ সদস্য করা হয়েছে। তার মধ্যে দাউদকান্দি উপজেলার আগের কমিটি ৬জনকে নতুন কমিটি স্থান পাননি। তারা হলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট শফিউল বশর ভান্ডারী, অমূল্য চন্দ্র বনিক, রোওশন আলী, ইউছুফ জামিল বাবু, হাছান জামিল সাত্তার ও সাংবাদিক হাবিবুর রহমান হাবিব।

এব্যাপারে সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দি উপজেলার পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন বলেন, আমি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম। অথচ আমাকে সাধারণ সদস্য করা হয়েছে। আরা যে গত সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তাকে সম্পাদিকীয়তে রাখা হয়েছে। যারা ত্যাগী নেতা এবং দুঃসময়ে দলের হাল ধরেছিল তাদেরকে কমিটিতে রাখা হয়নি। এ দলীয় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

আগের কমিটি সদস্য এবং পদবঞ্চিত নেতা এডভোকেট শফিউল বশর ভান্ডারী বলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীগের কমিটি নিয়ে বাণিজ্য হয়েছে। এ ব্যাপারে আমি লিখিত অভিযোগ করেছি। নেত্রী নির্দেশে এ কমিটি ট্রাইবুনালে পাঠানো হয়েছে।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার বলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ যে ভাবে শক্তিশালি সে ভাবেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।





(ওএফএম/এস/অক্টোবর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test