E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়খালীতে ৫মাসেও উদ্ধার হয়নি অপহৃত শিশু

২০১৬ অক্টোবর ২২ ১৫:৪৫:০৬
নোয়খালীতে ৫মাসেও উদ্ধার হয়নি অপহৃত শিশু

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালী সুবর্ণচর উপজেলার পঙ্গু দিন মজুর নুর হোসেনের ১০ বছরের শিশু রিয়াজকে ঢাকায় বাসায় কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ করে,  ছেলেকে ফিরে পেতে অসহায় পঙ্গু বাবা মামলা করে প্রতিনিয়ত অপহরণকারীদের হামলার শিকার হচ্ছেন, প্রাণ বাঁচাতে নিজ ভিটে-বাড়ী ছেড়ে পরিবার-পরিজন নিয়ে রাস্তায় রাস্তায় মানবতার জীবন যাপন করছেন। ঘটনাটি ঘটে ২৪ জুন ২০১৬ তারিখ শুক্রবার বেলা ১২ টায়।

ঘটনা ও মামলা সূত্রে জানা যায়, মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের ইসমাইল হোসেন ওরপে শামসু তহশিলদার ছেলে জয়নাল আবেদীন ওইদিন শিশু রিয়াজকে চরলক্ষ্মী এলাকার চর আলা উদ্দিনের খালে মাছ ধরার সময় একই এলাকায় বেলায়েত হোসেন, নুরুল আমিন ও এমলাক হোসেনের সহযোগিতায় কৌশলে অপহরণ করে। অপহৃত রিয়াজকে অনেক খোঁজা-খুঁজির পর অপহরণকারী জয়নাল স্বীকার করে শিশু রিয়াজকে তার মালিক আজিম সাহেবের বোন শাহাদা খালেদের ঢাকায় কাফরুল থানা এলাকার ১০ নং মিরপুর মতাব্বর পুকুর পাড় মিসের বাসায় কাজে লাগিয়ে দেয়া হয়েছে। রিয়াজের অসহায় মা-বাবা বুকের ধনকে ফিরে পেতে স্থানীয় সালিশ বসায়। অপহরণকারী জয়নাল বাহীনি প্রভাবশালী হওয়ায় কোন সুফল পায়নি পঙ্গু নুর হোসেনের পরিবার।

এব্যাপারে নুর হোসেন চরজব্বর থানায় এ বিষয়ে মামলা করতে গেলে পুলিশ রহস্যজনক কারনে মামলা গ্রহন করেনি, নিরুপায় হয়ে ভুক্তভোগি বিগত ১১ই আগস্ট ২০১৬ তারিখে মানব পাচার দমন ট্রাইব্যুনাল নোয়াখালীর আদালতে মামলা দায়ের করে মামলা নং ৫/২০১৬।

১৪ই আগস্ট ২০১৬ তারিখে নং ৪৭৯৬ স্মারকে আদালত মামলায় চরজব্বর থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দেন, কিন্তু চরজব্বর থানা পুলিশ রহস্যজক কারনে অপহরণকারী বিরুদ্ধে কোনো আইনগত কোন ব্যাবস্থা গ্রহন করেননি বলে এলাকাবাসীর অভিযোগ ।

অপরদিকে শিশু রিয়াজকে ঢাকায় কাফরুল থানা এলাকায় অপহরণকারী জয়নাল তার মালিকের বোন শাহাদা খালেদের কড়া নিরাপত্তা থাকা বাসার চতুর্থ তলায় কাজে লাগিয়ে দিয়েছে বলে প্রকাশ করে। রহস্য ও আশ্চর্যের বিষয় অপহরণকারী জয়নালের কথিত মালিকের বোন শাহাদা খালেদ বাদী হয়ে বিগত ২৬ জুন ২০১৬ তারিখে কাফরুল থানায় সাধারণ ডায়রী করেন। ওই জিডিতে উল্লেখ রয়েছে কাজের ছেলে মোস্তফা রিয়াজ হারিয়ে গেছে।

অপহৃত রিয়াজের শোকাতুর মা-বাবা ও এলাকাবাসী জানান ২৪ জুন, আর ২৬ জুন মাত্র দুদিনের মাথায় ঢাকায় কাফরুল থানা এলাকার অভিজাত বাসা থেকে হারিয়ে যায়। বিষয়টি সমপূর্ণ রহস্যজনক। এদিকে সচেতন মহলের ধারণা অপহরণকারী চক্র কাফরুল থানায় উল্লেখিত জিডি করে আইনের হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করছে।

ওদিকে থানা পুলিশ রহস্যজনক কারনে অপরাধীদের বিরুদ্ধে আইনগত কোন ব্যাবস্থা নিচ্ছে না। তাই স্থানীয় এলাকাবাসী অপহৃত শিশু রিয়াজের ভাগ্যে অদ্যাবধি কি ঘটেছে তা জানতে এবং শিশুটিকে উদ্ধার সহ অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় সোপর্দ্দ করতে র‌্যাবের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন ।






(এমআইইউএস/এস/অক্টোবর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test