E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও পথসভা

২০১৬ অক্টোবর ২২ ১৭:৫২:২৭
দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও পথসভা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : আজ ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’-এ দাউদকান্দিতে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্যোগে আজ সকাল সাড়ে ৯ টায় দাউদকান্দিতে ‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’, এই শ্লোগানকে সামনে রেখে প্রথমে উপজেলার দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হতে প্রায় দেড় হাজার শিক্ষাথীর একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং পরে দাউদকান্দি টোলপ্লাজায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি সাংবাদিক লিটন সরকার বাদলের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম, দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিসচা’র উপদেষ্টা আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন, দাউদকান্দি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও নিসচা’র উপদেষ্টা কবি-কলামিস্ট মো. আলী আশরাফ খান, নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মতিন সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

এছাড়াও উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, হাইওয়ে প্রশাসন, রাজনৈতিক নেত্রীবৃন্দ, সুশীল সমাজ, চালক-মালিক ও শিক্ষক, স্কুল, কলেজের ছাত্রছাত্রী এবং জাতীয় পত্রিকা ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সামাজিক, সাংস্কৃতিক নেত্রীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। পরে দাউদকান্দি টোলপ্লাজায় বিভিন্ন যানবাহনে চালক-হেলপার ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট প্রদান করেন সংগঠনের সদস্যরা।

(এএকে/এএস/অক্টোবর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test