E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতে ৩ জুয়ারীর জরিমানা

২০১৬ অক্টোবর ২২ ১৮:৩৭:৫৬
নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতে ৩ জুয়ারীর জরিমানা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সাবেক এক জজের বাসায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে আটক তিন জুয়ারীর অর্থ দন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ জানায়, শুক্রবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে শহরের কেডির মোড়ে সাবেক জজ আরেফিন সিদ্দিকীর বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। বাসার ভিতর জুয়ার আসর থেকে শহরের পার-নওগাঁ মহল্লার মোস্তফা আলী খন্দকারের ছেলে মামুন আলী (৩২), আদমদীঘি উপজেলার তারাপুর গ্রামের আফছার আলীর ছেলে নজরুল ইসলাম সাজু (৩০) ও সান্তাহার মালশন মহল্লার আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমানকে (৩২) আটক করে।

ডিবি পুলিশের এসআই রফিক জানান, অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির কেয়ার টেকার ও বেসরকারী সংস্থা জননীর নির্বাহী পরিচালক আকরামূল ইসলাম পালিয়ে যায়। পরে আটককৃতদের থানায় নিয়ে ভ্রাম্যমান আদলতে ১৮৬৭ (৩) ধারায় প্রত্যেকের ২শ’ টাকা করে জরিমানা আদায়ের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি রিপন কুমার সাহা। ঘটনাটি শহরে তোলপাড় সৃষ্টি করেছে।

(বিএম/এএস/অক্টোবর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test