E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হতদরিদ্রদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

২০১৬ অক্টোবর ২২ ১৮:৪২:৪৩
হতদরিদ্রদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

বাগেরহাট  প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার লকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে হতদরিদ্রদের জন্য বরাদ্ধ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্ড বঞ্চিত বেশকিছু নারী-পুরুষ শনিবার বিকালে ইউনিয়ন পরিষদের ওই ওয়র্ডের ইউপি সদস্য (মেম্বর) আলী আহম্মেদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।

কার্ড বঞ্চিতদের অভিযোগ, বেশকিছু হতদরিদ্রকে বাঁধ রেখে স্বাবলম্বী এবং বিত্তশালীদের নামে ওই মেম্বর তালিকা প্রনয়নে সহয়তা করে কার্ড দিয়েছেন। তারা তদন্তপূর্বক ওই কার্ড বাতিল করে প্রকৃত হতদরিদ্রদের নামে কার্ড বরাদ্ধের দাবি জানান। এদিকে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরে চাল বিতরণের সময় ওজনে কম দেওয়ার অভিযোগে জেলার মোরেলগঞ্জ উপজেলার চিংড়িখালী ইউনিয়নে একজনের ডিলারশীপ বাতিল করা হয়েছে।

লকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাজুরা গ্রামের বাবুল শেখ, আয়শা বেগম, আবু সাঈদ, মেহেদী হাসান, ছালেয়া বেগম, হাসিনা বেগম ও আকলিমা বেগমসহ বেশকয়েকজনে নিজেদের হতদরিদ্র দাবি করে বলেন, হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরে চাল প্রাপ্তর কার্ড থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাদের অভিযোগ ওয়ার্ড মেম্বর আলী আহম্মেদ অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে দালান বাড়ি, মুরগীর ফার্ম, রাইসমিল আছে এমন মানুষদের তালিকাভুক্ত করে তাদের কার্ড দিয়েছে। অনিয়মের কারণে তারা বঞ্চিত হয়েছে।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও যাচাইবাছাই কমিটির সভাপতি মো. মাহাবুবুর রহমান শেখ জানান, তাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি তারা ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ফকিরহাট উপজেলা খাদ্য কর্মকর্তা ও যাচাইবাছাই কমিটির সদস্য সচিব মো. নাছির উদ্দিন জানান, কার্ড না পেয়ে কিছু নারী-পুরুষ বিক্ষোভ করেছে এমন বিষয় অবহিত হয়েছেন। তদন্ত পূর্ব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

অভিযোগের বিষয়ে ইউপি মেম্বর আলী আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই তালিকা প্রণয়নে তার কোন হাত ছিল না। ওয়ার্ডে ২৪৮ জনের নামে বরাদ্ধকৃত কার্ড বিতারণের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তালিকা প্রনয়নের ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তিনি অস্বীকার করেন।

লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তালিকা প্রণয়নের দ্বায়িত্ব দেওয়া হয়ে ছিল। ওই তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোন ধরণের অনিয়ম হয়ে থাকলে তা সংশোধন করা হবে।

বাগেরহাট জেলা খদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন জানান, হতদরিদ্রদের জন্য ১০টাকা কেজি দরে চাল বিতারণের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পেলেই তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান, ওজনে কম দেওয়ার অভিযোগে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার চিংড়িখালী ইউনিয়নে আসাদ বক্স নামে এক জনের ডিলারশীপ বাতিল করা হয়েছে। অন্য ডিলারের মাধ্যমে ওই ওয়ার্ডের হতদরিদ্রদের চাল বিতারণ করা হবে।

(একে/এএস/অক্টোবর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test