E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে স্থগিত ৩ কেন্দ্রের ভোট গ্রহন সোমবার

২০১৬ অক্টোবর ২৯ ১৬:৩৫:২৮
ত্রিশালে স্থগিত ৩ কেন্দ্রের ভোট গ্রহন সোমবার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে বালিপাড়া ও কানিহারী ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিত হওয়া ৩টি কেন্দ্রের ভোট গ্রহন সোমবার অনুষ্ঠিত হবে। অবাধ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষে আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে উপজেলা প্রশাসন।

গত ৪ জুন উপজেলার ১২টি ইউনিয়নের ১১৪টি কেন্দ্রে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, দুপক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, কেন্দ্রে গোলাগুলি, বোমা বিস্ফোরণের ঘটনায় তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। তারমধ্যে বালিপাড়া ইউনিয়নের বিয়ারা পাটুলি রহমত উচ্চ বিদ্যালয়, বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কানিহারী ইউনিয়নের থাপনহলা কেন্দ্র।

বালিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ বাদল ও বিএনপির মনোনীত প্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদত নির্বাচনে প্রতিদন্ধীতা করছেন। তাদের ভোট ব্যবধানে ১৬ শত ভোটে এগিয়ে আছেন গোলাম মোহাম্মদ বাদল। স্থগিত দুই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৮৬৮।

এদিকে কানিহারী ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের মনোনয়নে আশরাফ আলী, বিএনপির মনোনয়নে মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন ও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন সাইদুর রহমান রতন। সাইদুর রহমান রতন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত। জাতীয় পার্টির স্থানীয় এমপি এমএ হান্নান যুদ্ধাপরাধের যে মামলায় বর্তমানে জেলে আছেন, তিনিও একই মামলার আসামি। এ ইউনিয়নের স্থগিত থাপনহলা কেন্দ্রের ভোটার সংখ্যা ৩৭ শত ৪০ থাকলেও সাইদুর রহমান রতন নিকটতম প্রতিদন্ধীপ্রার্থী মঞ্জুরুল ওয়াহেদ নিক্সনের চেয়ে ১৭শ ভোট ব্যবধানে এগিয়ে।

নির্বাচন সমন্বয়কারী ও ইউএনও আবু জাফর রিপন বলেন, অবাধ ও সুষ্ঠ নির্বাচনের লক্ষে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহন করেছি।

ওসি মনিরুজ্জামান জানান, সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নির্বাচন সুষ্ঠ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তারমধ্যে প্রতি কেন্দ্রে একজন করে ম্যাজিষ্ট্যাট, ৮ জন পুলিশ, ১৭জন আনসার ও পুলিশ, র‌্যাব ও বিজিপির মোবাইল টহল টিম নিয়োজিত থাকবে।

(এমআরএন/এএস/অক্টোবর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test