E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে কালীপুজা উপলক্ষে অদিবাসীদের মাঝে কাপড় বিতরণ

২০১৬ অক্টোবর ৩১ ১৪:৩৩:০২
ঠাকুরগাঁওয়ে কালীপুজা উপলক্ষে অদিবাসীদের মাঝে কাপড় বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ি দুস্থ আদিবাসীদের মধ্যে কাপড় বিতরণ করা হয়েছেl রবিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের হলদবাড়ি, বিশ্রামপুর গ্রামের দুস্থ আদিবাসীদের মাঝে কালীপুজাকে কেন্দ্র করে  লুঙ্গী ও শাড়ি বিতরণ করেছেন ঠাকুরগাঁও দুই আসনের এম,পি পুত্র জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজাহার ইসলাম সুজনl

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,হিন্দু মুসলিম ভাই ভাইl আমার বাবা যে কাজ সারাজীবন করেছেন ,তারই ধারাবাহিকতায় আমি ও সেই কাজ করার চেষ্টা করছিl আমরা মসজিদ মাদ্রাসায় কাজ করার সাথে সাথে মন্দিরের উন্নয়নের কাজ করছিl

প্রতি পুজায় আমরা খেয়াল করি হিন্দু ভাইয়েরা যেন নির্বিঘ্নে পুজা পালন করতে পারেনl আমারা পুজা পালনের জন্য আর্থিক সাহায্য ও করিl এ সময় উপস্থিত ছিলেন কালী পুজা উৎযাপন কমিটির সভাপতি সুজন ঘোষ,হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি কেষ্ট মোহন সিংহ, ভানোর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাব প্রমুখl

(এফআইআর/এএস/অক্টোবর ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test