E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সংলাপ হতে হলে বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে : হানিফ

২০১৪ জুন ১২ ২৩:৩০:২৪
সংলাপ হতে হলে বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে : হানিফ

সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, র‌্যাবের দুই একজন কর্মকর্তার অপরাধের দায় পুরো বাহিনীর উপর পড়তে পারে না। র‌্যাব বিলুপ্তির দাবি প্রত্যাখ্যান করে তিনি আরও বলেন, মাথায় ব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে তা হতে পারে না। র‌্যাব প্রমান করেছে আইনশৃংখলা রক্ষায় তারা বিশেষ ভূমিকা রাখতে সক্ষম।

মাহবুবুল আলম হানিফ বৃহস্পতিবার দুপুর ১২টায় সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সংসদ সদস্য মীর মোশতাক আহমেদ রবি, এসএম কামাল হোসেন, আহম্মেদ তারেক উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, উপজেলা চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

‘কি কারনে বিএনপি সংলাপ চায়’ এই প্রশ্ন রেখে হানিফ বলেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি ও জামায়াত নাশকতামূলক কাজ করে দেশকে অকার্যকরার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তারা ভেবেছিলেন বিদেশীরা তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দেবে। এতেও ব্যর্থ হয়ে এখন তারা সংলাপের কথা বলছেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সংলাপ হতে হলে বিএনপিকে জঙ্গি ও যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গ ছাড়তে হবে। এছাড়া তাদের ভাষায় অবৈধ সরকারের সাথে সংলাপ কেন ?
মাহবুবুল আলম হানিফ আরও বলেন, লন্ডন প্রবাসী ছেলে তারেক রহমানের সাথে সাক্ষাত করতে সেখানে না যেয়ে ভিন্ন একটি দেশে যাওয়ার বিষয়ে বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসী সন্দিহান হয়ে আছে। সেখানে নতুন কোন ষড়যন্ত্র করেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। হানিফ বলেন, আপাততঃ বিদেশে না যাওয়ার এই সিদ্ধান্তে বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি অন্ততঃ একটি ষড়যন্ত্র থেকে সরে এসেছেন।
মাহবুবুল আলম হানিফ পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন।

(আরকে/অ/জুন ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test