E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে মুক্তিমংগ্রাম যাদুঘরের মতবিনিময় সভা

২০১৬ নভেম্বর ০২ ১৮:০৫:০৮
শেরপুরে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে মুক্তিমংগ্রাম যাদুঘরের মতবিনিময় সভা

শেরপুর প্রতিনিধি : ‘মুক্তিযুদ্ধকে জানুন, মুক্তিযুদ্ধের চেতনায় প্রাণিত হোন’-শ্লোগানে জেলা-উপজেলা পর্যায়ে মুক্তিযুদ্ধ যাদুঘর নেটওয়ার্ক গঠনের লক্ষে বুধবার বিকেলে শেরপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর ডায়াবেটিক হাসপাতালের সভাকক্ষে জামালপুরের কাপাসহাটিয়া ‘মুক্তিসংগ্রাম যাদুঘর’ এ মতবিনিময় সভার আয়োজন করে। সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে এতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক এমপি খন্দকার মো. খুররম প্রধান অতিথি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় মুক্তিসংগ্রাম যাদুঘরের ট্রাষ্টি হিন্দোল সরকার মুক্তিসংগ্রাম যাদুঘর গড়ে তোলা এবং এর নেটওয়ার্ক গঠনের উদ্দেশ্য বর্ননা করে বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে। তাদেরকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে। এজন্য সকলকে একযোগে কাজ করতে সহবে। সভায় শেরপুরের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে এ ধরনের কোন কার্যক্রম বাস্তবায়ন করা যায় কিনা সে বিষয়ে অংশগ্রহণকারীরা আলোচনা করেন। এতে অন্যান্যের মাঝে যাদুঘরের ট্রাস্টি উৎপল কান্তি ধর, বীরপ্রতীক বার জহুরুল হক মুন্সী, অধ্যাপক শিব শংকর করুয়া, মুক্তিযোদ্ধা প্রদীপ দে কৃষ্ণ, নারী নেত্রী নাসরিন রহমান, অ্যাডভোকেট শক্তিপদ পাল, আ’লীগ নেতা শামীম হোসেন, উদীচী সম্পাদক আবু হান্নান প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় স্থানীয় মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, মানবাধিকার কর্মী, খেলাঘর সংগঠক সহ অর্ধ শতাধিক সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

(এইচবি/এএস/নভেম্বর ০২, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test