E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে জেল-হত্যা দিবস পালনে রাজপথে ছাত্রলীগ

২০১৬ নভেম্বর ০৩ ১৫:৪৬:০৩
রাজবাড়ীতে জেল-হত্যা দিবস পালনে রাজপথে ছাত্রলীগ

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী : আজ সকালে পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কোরআন খানির মধ্য দিয়ে রাজবাড়ীতে জেল হত্যা দিবস পালিত হয়েছে। আজ সকালে আওয়ামীলীগ কর্যালয়ে পতাকা উত্তোলন ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জেল হত্যা দিবস পালনে রাজপথে বিভিন্ন ধরনের স্লোগান এবং ছাত্রলীগ নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নবগঠিত জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব বলেন, সাধারন সম্পাদক থেকে সভাপতি নির্বাচিত হবার পরে বাংলার শোকাবহ এই দিনে আজই প্রথম আমাদের কর্মসূচি। তিনি আরো বলেন, ছাত্রলীগ বাংলাদেশের সব ইতিহাস-ঐতিহ্যের সাথে সম্পৃক্ত বলেই আজ আমাদের এই ব্যাপক উপস্থিতি।

সকাল থেকে রাজবাড়ী জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল এসে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে পৌছালে সকাল ৮.৩০ মিনিটে জাতীয় চার নেতার স্মরণে দিবসটি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী কেরামত আলী এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি কামরুন্নাহার চৌধুরী লাভলী, পৌরসভা মেয়র মহম্মদ আলী চৌধুরী সহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

(ডিবি/এএস/নভেম্বর ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test