E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মন্দির ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ

২০১৬ নভেম্বর ০৪ ১৫:৪৭:১১
মন্দির ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ

মাদারীপুর প্রতিনিধি : সারাদেশে ক্রমাগতভাবে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন, মন্দির ও বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের প্রতিবাদে শুক্রবার সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট অরবিন্দ চক্রবর্তী, অধ্যাপক প্রাণতোষ মন্ডল, তপন কুমার সরকার, রতন কুমার দাস, অনিল বিশ্বাস, এডভোকেট বিমল বাড়ৈ, এডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈ, উত্তম পোদ্দার, দিপক আচার্য প্রমুখ।

বক্তারা বলেন, এক শ্রেণির ধর্মীয় উগপন্থী গোষ্ঠী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে সারাদেশে ক্রমাগতভাবে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন, মন্দির ও বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটিয়েই চলেছে। তারা এসব ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহবান জানান।

(এএসএ/এএস/নভেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test