E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ৫ দোকানীকে অর্থদণ্ড

২০১৬ নভেম্বর ০৭ ১৭:৫১:১১
বাগেরহাটে ৫ দোকানীকে অর্থদণ্ড

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদরের চুরকাঠি বাজারে অশ্লীল ভিডিও বিক্রি ও সরবরাহের অভিযোগে পাঁচজন কম্পিউটার দোকানীকে ২৫ হাজার টাকা অর্থদন্ড ও বিপুল পরিমান অশ্লীল ভিডিওসহ ৪টি কম্পিউটার ও একটি হার্ডডিস্ক জব্দ করেছে ভ্রম্যমান আদালত। বাগেরহাটের জেলা প্রশাসনের ফেসবুক আউডিতে একজন নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বসে নির্দেশে অভিযান চালিয়ে ভ্রম্যমান আদালতের বিচার এই অর্থদন্ড এবং অশ্লীল ভিডিওসহ ৪টি কম্পিউটার ও একটি হার্ডডিস্ক জব্দ করেন।

দন্ডিত পাঁচজন কম্পিউটার দোকানীরা হলো, প্রসেনজিৎ দেবনাথ (২৫), মিথুন দাস (২৮), শোভন দেবনাথ (২০), সুশান্ত দাস (২৬) ও মো. ওসমান গনি (২৫)।

অভিযানে নেতৃত্ব দেয়া ভ্রাম্যমান আদালতের বিচারক এ,এইচ, ইরফান উদ্দিন জানান, সদর উপজেলার চুলকাঠি বাজারে কয়েকজন অসাধু কম্পিউটার দোকানী বিপুল পরিমান অশ্লীল ভিডিও সংরক্ষণ ও টাকার বিনিময়ে উঠতি বয়সী যুবকদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। সদর উপজেলার বাসিন্ধা মোক্তার হোসেন নামের এক ব্যাক্তি এমন অভিযোগ করে বাগেরহাটের জেলা প্রশাসনের ফেসবুক আইডিতে অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের নির্দেশে সোমবার দুপুরে অভিযান চালিয়ে ভ্রম্যমান আদালত সরেজমিনে ঘটনার সত্যতা পেয়ে পাঁচ দোকানীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড এবং অশ্লীল ভিডিওসহ ৪টি কম্পিউটার ও একটি হার্ডডিস্ক জব্দ করা হয়।

(একে/এএস/নভেম্বর ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test