E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে কাঁকড়া আহরণ কালে আরো দুই জেলে অপহৃত

২০১৬ নভেম্বর ০৭ ১৮:০০:৪২
সুন্দরবনে কাঁকড়া আহরণ কালে আরো দুই জেলে অপহৃত

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে মাত্র চার দিনের ব্যবধানে কাঁকড়া আহরণকালে আরো দুই জেলেকে অপহরণ করেছে সদ্য আবির্ভূত বনদস্যু শামছু বাহিনী। সোমবার ভোরে পূর্ব বনবিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের মধ্যবর্তী শ্যালা নদী সংলগ্ন কাঁকড়ার খালে এঘটনা ঘটে। এর আগে গত ৩ নভেম্বর সকালে তাম্বলবুনিয়া এলাকা থেকে শরণখোলার দুই জনসহ ৭জেলেকে অপরণ করা হয়। এ নিয়ে দু’দফায় ৯ জেলেকে অপরণ করলো শামছু বাহিনী।

অপহৃত জেলেরা হলেন মো. জিয়ারুল তালুকদার (৩৮) ও আ. রহিম খান (২৮)। এদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে। দুই জেলেরে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করা হয়েছে। কোস্টগার্ড, বনবিভাগ ও মহাজনরা অপহরণের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, গত চার দিনেও অপহৃত ৭ জেলে উদ্ধার না হওয়ায় মহাজন ও অপহৃতদের পরিবারে উৎকন্ঠা বিরাজ করছে। মহাজনদের কাছে একেক জেলের মুক্তিপণ বাবদ এক লাখা টাকা করে চাওয়া হচ্ছে। এ নিয়ে মহাজন ও দস্যুদের মধ্যে চলছে দর কসাকসি। মহাজনরা জানান, চাহিদা মতো মুক্তিপণ পেলেই অপহৃতদের ছাড়া হবে বলে জানিয়েছে দস্যুরা। অপহরণের চার দিন পার হলেও অপহৃত জেলেদের উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা না থাকায় হতাশ হয়ে পড়েছেন জেলে ও মহাজনরা।

কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কামান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আলী বলেন, অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এবং বনদস্যুদের অবস্থান সনাক্ত করতে আমাদের গোয়েন্দা বিভিাগ তৎতপরতা চালাচ্ছে।

(একে/এএস/নভেম্বর ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test