E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় গোমতী নদীর বাঁধ হুমকির মুখে, পানিবন্দি শতাধিক মানুষ

২০১৬ নভেম্বর ০৭ ১৮:৩৯:০৫
কুমিল্লায় গোমতী নদীর বাঁধ হুমকির মুখে, পানিবন্দি শতাধিক মানুষ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লায় চার দিনের টানা বর্ষনে এবং উজান থেকে হঠাৎ নেমে আসা পানি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে পড়েছে গোমতী নদীর বাঁধ। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় বন্দি হয়ে পড়েছে গোমতীর পাড়স্থ ভাটপাড়া, কাপ্তানবাজার চর, কালিয়াজুড়ি পাকার মাথা, চানপুর চর ও টিক্কারচর এলাকার প্রায় শতাধিক মানুষ। পানিবন্দি মানুষরা এখন আশ্রয় নিয়েছে নদীর বাধের উপর খোলা আকাশের নিচে।

সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, গোমতী নদীর পানি বৃদ্ধির কারণে বাধের চরে বসবাসরত কয়েকটি এলাকার শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ফলে দুর্ভোগে আছে পানিবন্দি একাধিক পরিবার।

নগরীর ১নং ওয়ার্ডের ভাটপাড়া পূর্বপাড়াস্থ পানিবন্দি ফজর আলী বিশ্বাস (৫৪) জানান, সোমবার সকাল থেকেই হঠাৎ করে পানি বৃদ্ধি পেতে থাকে। ফলে প্রায় ৭-৮টি বাড়িতে মুহুর্তের মধ্যেই পানিতে ডুবে যায়। আমি আমার সাত ছেলেমেয়েসহ পানিবন্দি হয়ে পড়েছি। এছাড়া আমার ফসলী জমিও ডুবে গেছে। ঘরের সব মালামাল বের করতে পারিনি। রাতে আরো পানি বৃদ্ধির আশংকায় যা পারছি তা নিয়ে অন্যত্র চলে যাচ্ছি।

অপরদিকে নদীর পানিতে পানিবন্দি হয়ে আছে কাপ্তান বাজার চরে অবস্থিত মাদরাসায়ে জমীরিয়ার অসংখ্য শিক্ষার্থী।

পানি বৃদ্ধির কারণে গোমতীর পাড়স্থ কৃষকদের ফসলী জমিসহ ডুবে গেছে মাছের খামারও। সেখানকার রহিম মিয়া নামের এক কৃষক জানান, গোমতীর পানি বৃদ্ধি হয়ে মাছের পুকুরও ভাসিয়ে নিয়ে গেছে। এছাড়া শীতকালীন সবজি ক্ষেতও ডুবে গেছে। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।

গোমতীর পানি বৃদ্ধিতে আতংকে আছে দুই পাড়স্থ বিপুল সংখ্যক মানুষ। রাতে পানি বৃদ্ধির আতংকে পূর্ব থেকেই সর্তক অবস্থায় আছে এসকল এলাকার মানুষেরা। গবাদী পশুসহ ঘরের গুরুত্বপূর্ণ আসবাবপত্র নিরাপদ স্থানে নিয়ে যেতেও তাদের দেখা যায়। পানিবন্দি মানুষরা এখন নদীর বাধের উপর আশ্রয় নিয়েছেন।

(এইচকেজে/এএস/নভেম্বর ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test