E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বরাষ্ট্রমন্ত্রীর নাসিরনগরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

২০১৬ নভেম্বর ০৮ ১৪:৫৬:৩৭
স্বরাষ্ট্রমন্ত্রীর নাসিরনগরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

বাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :বাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত মন্দির ও ঘরবাড়ি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তারা এ পরিদর্শনে যান। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের সঙ্গে কথা বলেন এবং দোষীদের শাস্তির বিষয়ে আশ্বাস দেন।

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন-পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ প্রমুখ। পরিদর্শন শেষে স্থানীয় নাসিরনগর কলেজ মাঠে একটি সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

এখানে উল্লেখ, পবিত্র কাবা শরীফের অবমানার অভিযোগে গত ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের লোকদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় বেশ কয়েকটি মন্দিরসহ বেশ কয়েকটি বাড়ি ঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

(ওএস/এস/নভেম্বর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test