E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাঁওতাল নেতা শ্যামল হেমব্রত হত্যার ঘটনার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

২০১৬ নভেম্বর ০৮ ২০:০৬:১১
সাঁওতাল নেতা শ্যামল হেমব্রত হত্যার ঘটনার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি :গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকলের বাগদা ফার্মে ভুমি রক্ষার আলেন্দালনে পুলিশের গুলিতে সাঁওতাল নেতা শ্যামল হেমব্রত হত্যার ঘটনার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ৮ নবেম্বর মঙ্গলবার দুপুরে শহরের রঘুনাথ বাজার সড়কে পৌর টাউন হলের সামনে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম (এইচআরডি) এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অন্যান্যের মাঝে সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মো. সোলাইমান আহমেদ, সাধারণ সম্পাদক গাজী সাইফুল ইসলাম, জনউদ্যোগ সদস্যসচিব হাকিম বাবুল, আদিবাসী সংগঠক সুমন্ত বর্মন, এইচআরডি আহ্বায়ক লক্ষ্মণ চন্দ্র বর্মন, মো. শান্ত মিয়া বক্তব্য রাখেন।

মানববন্ধন থেকে বক্তারা বাগদা ফার্মের ভুমি থেকে আদিবাসী-বাঙালীদের উচ্ছেদ এবং তাদের ওপর হামলা-নির্যাতন, গুলির তীব্র প্রতিবাদ জানান। সেইসাথে অধিগ্রহণকৃত ভূমি প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরের দাবি জানানো হয়।





(এইচবি/এস/নভেম্বর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test