E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে শিক্ষকের জমি দখল করেছে প্রভাবশালীরা

২০১৬ নভেম্বর ০৯ ১৬:৩২:৩৫
বাগেরহাটে শিক্ষকের জমি দখল করেছে প্রভাবশালীরা

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর গ্রামের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের ৬৫ বছরের ভোগদখলীয় জমি দখল করেছে প্রভাবশালীরা। স্থানীয় এক ইউপি সদস্যের সহযোগীতায় জমি দখলে নিয়ে সেখানে বসতঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ করেন ওই শিক্ষক।

আনসার উদ্দিন মাষ্টারের জানান, শরণখোলা উপজেলার রাজাপুর মৌজার ৩৫২/১ খতিয়ানভূক্ত ৬৫শতক জমি দীর্ঘ ৬৫ বছর ধরে তিনি ভোগ দখল করে আসছেন। গত ২২ অক্টোবর স্থানীয় সামাদ চৗকিদারের ছেলে মনির চৌকিদার ও সরানন মাষ্টারের মেয়ে সাথী রাণী তাদের লোকজন নিয়ে জোরপূর্বক মাষ্টারের জমি করে নেন। জমির আমন ধান কেটে ফেলে সেখানে রাতারাতি ঘর নির্মান করেন তারা। এ দখলকাজে ধানসাগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন করিম সুমন তালুকদার সহযোগীতা করেছেন বলে অভিযোগ করেন ওই শিক্ষক। এ বিষয়ে শরণখোলা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সোলায়মান হোসেন, সরোয়ার হোসেন ,বাদশা ডাক্তারসহ অনেকেই বলেন, আনসার মাষ্টার ৬৫ বছর ধরে ওই জমি ভোগদখল করছেন। ক্ষমতার জোরে প্রভাবশালীরা তা দখল করেছেন। ইউপি সদস্য হুমায়ুন করিম সুমন বলেন, যারা জমি দখল করেছে তাদের বৈধ কাগজপত্র রয়েছে। কারো জমি জোর পূর্বক দখল করা হয়নি।

শরণখোলা থানার ওসি মো. আব্দুল জলিল জানান, বিষয়টি তিনি অবগত আছেন। জমির দখল নিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।




(এসএকে/এস/নভেম্বর ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test