E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শনিবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী রাস উৎসব

২০১৬ নভেম্বর ১০ ১৭:০০:১০
শনিবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী রাস উৎসব

বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগর পাড়ে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলারচরে শনিবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের তিন দিন ব্যাপী শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। এ উৎসবকে ঘিরে দুবলার চরের আলোরকোলে বসছে রাস মেলা। সুন্দরবনে প্রবেশের বন বিভাগ ৮টি রুট নির্ধারন করেছে। এসব রুট দিয়ে নৌকা, ট্রলার, লঞ্চ ও অন্যান্য নৌযানে যোগে পূণ্যার্থী ও দর্শনার্থীরা যাত্রা করতে পারবে। তবে এবার এই উৎসবের বন্যপ্রাণী বাচাঁতে ৩দিন সুন্দরবনে সব ধরনের পাস পারমিট বন্ধর ঘোষণা দিয়েছে বন বিভাগ। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এতথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দুপুরে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম প্রেস বিফিং করে বলেন, প্রায় দুই শত বছর ধরে ঐতিহাসিক এই রাস উৎসবকে ঘিরে বঙ্গোপসাগর উপকূলের এবার সুন্দরবনে বন বিভাগের ১৮টি টহল টিমের পাশাপাশি কোস্টগার্ড, র‌্যাব, নৌ বাহিনী ও পুলিশ নিয়োজিত থাকবে। এবার রাস মেলা উপলক্ষে ৩দিন সুন্দরবনে মাছ শিকারসহ সকল ধরনের পাশ পারমিট বন্ধ থাকবে। হরিণসহ বন্য প্রাণী শিকার রোধে ভ্রাম্যমান টিমকে শক্তিশালী করা হয়েছে। পূর্নার্থী ও দর্শনার্থীরা কোন প্রকার মাংস এমনকি ছাগল-মুরগীও সাথে নিয়ে সুন্দরবনে ঢুকতে পারবেনা। এবারই প্রথম পূর্নার্থদের চেয়ে অন্য ধর্মের দর্শনার্থীদের রাস উৎসবে যোগ দিতে পর্যটকদের ন্যায় রাজস্ব প্রদান করতে হবে।

পূর্নার্থী ও দর্শানার্থীদের জন্য এবার সুন্দরবনের রাস উৎসবে যেতে ৮টি রুট নির্ধারন করাছে সুন্দরবন বিভাগ। এই ৮টি রুট হচ্ছে, ঢাংমারী স্টেশন হয়ে পশুর নদী দিয়ে দুবলারচর, বগি-বলেশ্বর হয়ে দুবলারচর, শরণখোলা স্টেশন হয়ে দুবলারচর, বুড়িগোয়ালিনী থেকে বাটুলানদী-বল নদী হয়ে দুবলারচর, কদমতলা থেকে ইছামতি নদী দুবলারচর, কৈখালী স্টেশন হয়ে আড়পাঙ্গাসিয়া হয়ে দুবলারচর, কয়রা শিবসা দুবলারচর ও নালিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী দিয়ে দুবলারচর।

সুন্দরবনের রাস উৎসবের আয়োজকরা জানান, প্রতি বছর অগ্রহায়ণ মাসের ভরা পূর্ণিমায় সাগর পাড়ের দুবলার চরে অনুষ্ঠিত হয় ৩ দিন ব্যাপী রাস উৎসব। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থান ও প্রতিবেশী দেশসহ দেশি-বিদেশী লক্ষাধিক দর্শনার্থী এবং তীর্থ যাত্রীর ঢল নামে সুন্দরবনের দুবলারচরে। এ সময় আবাল-বৃদ্ধ-বণিতার পদচারণায় মুখোরিত হয়ে ওঠে পুরো সাগর পাড় এলাকা। এবার তিথি অনুযায়ী ১২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এ মেলার আয়োজন করা হয়েছে। ১৪ নভেম্বর প্রত্যুষের জোয়ারে সাগরে পূণ্যস্নানের মধ্য দিয়ে এ মেলা শেষ হবে। মেলায় হস্ত ও কুটির শিল্পের কয়েক’শ দোকানী পসরা সাজিয়ে বসবে। এছাড়া জারি-সারি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও রয়েছে।

(একে/এএস/নভেম্বর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test