E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফসলী জমি অধিগ্রহন চেষ্টার প্রতিবাদে জাজিরায় মানববন্ধন

২০১৬ নভেম্বর ১১ ১৫:৫৮:৫৩
ফসলী জমি অধিগ্রহন চেষ্টার প্রতিবাদে জাজিরায় মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি : অলিম্পিক ভিলেজ বা অলিম্পিক ষ্টেডিয়াম নির্মাণের জন্য ফসলী জমি অধিগ্রহনের প্রক্রিয়ার প্রতিবাদে শুক্রবার সকাল ১১টায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কে জাজিরা পৌরসভার রসেরমোড় এলাকায় হাজার হাজার নারী পুরুষ ১ কিলোমিটার এলাকা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বছরে ৩ বার ফসল হয় এমন জমির উপর স্টেডিয়াম করার প্রক্রিয়ার বিরুদ্ধে ফুসে উটেছে এলাকার সর্বস্তরের মানুষ।

এলকাবাসী জানিয়েছেন, তারা কৃষি জমির উপর নির্ভরশীল। জমির ফসলই তাদের জীবন জীবীকার একমাত্র অবলম্বন, তাই ষ্টেডিয়াম নির্মাণের জন্য জমি দিতে কিছুতেই রাজি নন তারা।

জানাগেছে, গত রবিবার সেনাবাহিনীর একদল লোক জাজিরা ও নড়িয়া এলাকার চিহ্নিত কিছু জমিতে লাল পতাকা টানিয়ে এলাকা পরিমাপ সহ জায়গা নির্ধারণের কাজ করেন। এ সময় এলাকার লোকজন জানতে পারে অলিম্পিক ভিলেজ বা ষ্টেডিয়াম করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে জমি অধিগ্রহনের জন্য এলাকা নির্ধারণে কাজ করছেন। তাৎক্ষনিক ভাবে নড়িয়া উপজেলার পোড়া কান্দি গ্রামের হাজার হাজার কৃষক রাস্তায় নেমে আসে । এ সময় এলাকাবাসি শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচী পালন করে জমি অধিগ্রহনের প্রতিবাদ জানায়।

একই দিন জাজিরা উপজেলার তালুকদার কান্দি বিলের জমিতে সেনাবাহিনী লাল পতাকা টানিয়ে জমি পরিমাপ করে জায়গা নির্ধারণের জন্য পরিমাপ করে। যে জমিতে প্রতি বছর তিনটি ফসল ফলে। রবি মৌসুমে, ধনিয়া কালজিরা , সরিষা সহ নানা রকমের ফসল ফলে। এরপর আউশ ও আমন ধান চাষ করা হয়। ঐ এলাকার কৃষক এ সকল ফসলী জমির উপর নির্ভরশীল। জমিতে উৎপাদিত ফসল তারা খেয়ে জীবিকা নির্বাহের পর উদ্বৃত্ত ফসল বিক্রি করে সংসার পরিচালনা ও ছেলে মেয়েদের লেখা পড়া সহ যাবতীয় কাজ কর্ম সম্পাদন করে থাকেন। তাই তারা তাদের ফসলী জমি ষ্টেডিয়াম করতে দিতে রাজি নয়।

তাদের দাবী জীবন দিবতো জমি দিবনা। এ দাবী নিয়ে শুক্রবার সকাল ১১টায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কে রসের মোড় এলাকায় হাজার হাজার নারী পুরুষ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এ সময় উপস্থিত ছিলেন মাষ্টার ইব্রাহিম মিয়া, মোঃ আনিচুর রহমান ,মোঃ খোকন তালুকদার ,খলিলুর রহমান সিকদার, মাষ্টার নুর ইমাম খান, ডাঃ মাহমুদুল হাসান, শফিক মাহমুদ, ইসমাইল বেপারী, আঃ সাত্তার মাদবরসহ এলাকাবাসি ।




(কেএনআই/এস/নভেম্বর ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test